• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের গাছ কর্তন

রংপুরের পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের কান্ড কর্তন কৃত গাছে

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের গাছ কর্তন

৪ লক্ষাধিক টাকার রাজস্বের ক্ষতি

  • পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ মে ২০১৯

রংপুরের পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের মুল্যবান ৩৩টি গাছের কান্ড ও ডালপালা বিধি বহিঃর্ভুতভাবে কাটায় সরকার রাজস্ব হারিয়েছে ৪ লক্ষাধিক টাকা।

গত ৩ মে সারাদেশে ঘুর্নিঝড় ফনীর প্রভাবে স্থানীয় বাসিন্দারা আতংকিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর গাছের ডালপালা কাটার আবেদন করেন। ফলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফনীর আশংকা মুক্ত হওয়ার পর গত ৪ মে সরকারী উচ্চ বিদ্যালয়ের স্থান পরিদর্শন করে তাৎক্ষনিক ৩৩টি গাছের মধ্যে ঝুঁকিপূর্ন ৭টি গাছের ডালপালা কাটার মৌখিক নির্দেশ দেন। এই মৌখিক নির্দেশ পাওয়ার পর স্থানীয়রা কাঠমিস্ত্রীদের সাথে যোগাযোগ করে মূল্যবান গাছগুলো প্রথমে ডালপালা ছেটে দেয়া শুরু করে এবং পর্যায়ক্রমে প্রতিটি গাছের ২ভাগ কান্ড কেটে ফেলে। পরবর্তীতে ফেলে রাখা কান্ডগুলো কৌশলে সরিয়ে নেয়া শুরু করেছে একটি মহল।

এদিকে আমিনুর রহমান খোকন নামের একজন স্থানীয় বাসিন্দার আবেদনের প্রেক্ষিতে মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দূল মমিন সরেজমিন পরিদর্শন করে ৫০ থেকে ৬০ ফিট লম্বা ৩৩টি গাছ চিহ্নিত করে সেগুলোর ডালপালা কাটার সুপারিশ করেন।

সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম মোস্তফা কামাল জানান, প্রতিষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় কিছু গাছের ডালপালা কাটার নির্দেশ দিয়েছিলেন শুনেছি। পরবর্তীতে বেশ কিছু গাছের কান্ড কর্তনের বিষয়ে জেলা শিক্ষা অফিসারের বরাবর অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে শিক্ষা অফিসার আব্দুল মমিন বলেন, কিছু সংখ্যক গাছের ডালপালা কাটার সুপারিশ করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন, ঘুর্নিঝড় ফনীর কারনে ঝুঁকিপূর্ন ৭টি গাছের ডালপালা কাটার জন্য বলেছিলাম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads