• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ঝড়ে লণ্ডভণ্ড গুনিগ্রাম হাই স্কুল

কালবৈশাখী ঝড়ে গুনিগ্রাম হাই স্কুলের টিনের ছাউনি উড়ে গেছে

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

ঝড়ে লণ্ডভণ্ড গুনিগ্রাম হাই স্কুল

  • প্রকাশিত ০১ জুন ২০১৯

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ

কালবৈশাখী ঝড়ে গুনিগ্রাম হাই স্কুল লণ্ডভণ্ড হয়ে গেছে। মোট ৫ টি শ্রেণী কক্ষের ২ টির টিনের ছাউনি উড়ে গেছে। দেওয়াল ফেটে গেছে। ভেঙ্গে গেছে স্কুল প্রাঙ্গনে থাকা ২ টি গাছ। এখন স্কুল ছুটি থাকলেও ঈদেও ছুটির পর খোলা আকাশের নিচে পাঠদান করাতে হবে স্কুলের কমলমতি শিক্ষার্থীদের। স্কুলটিতে আদিবাসী ছাত্রছাত্রীর সংখ্যায় বেশী। গোদাগাড়ী উপজেলায় আদিবাসী চাত্রছাত্রীদের পাঠদানে অগ্রনী ভুমিকা রাখে স্কুলটি।

শনিবার সরজমিনে দিয়ে দেখা যায়, বৃহস্পতিবার রাতের বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে পাঠদানের টিনসেড শ্রেণী কক্ষ গুলি উপড়ে পড়ে দেওয়াল ফেটে লন্ডভন্ড হয়ে গেছে স্কুলটি। ছুটির পর স্কুল খুললে শ্রেনী কক্ষের অভাবে পাঠদান ব্যাহত হবে।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক শরিফুল ইসলাম জানান, ছাত্র ছাত্রীদের পাঠদানের জন্য মোট ৫ টি টিনসেড ঘর ছিল। ২টির ছাউনির টিন উড়িয়ে নিয়ে গেছে, দেওয়াল ফেটে গেছে। বৃহস্পতিবার রাতের কালবৈশাখী ঝড়ে পুরো ঘরটি তছনছ হয়ে গেছে। তাই স্কুল খোলার পর মাঠের গাছতলায় ছাত্রছাত্রীদের পাঠদান করাতে হবে, এছাড়া কোন উপায় নাই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads