• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
কেন্দুয়ায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষ : আহত অর্ধশত

কেন্দুয়ায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষে আহত অর্ধশত

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কেন্দুয়ায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষ : আহত অর্ধশত

  • নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশিত ০২ জুন ২০১৯

নেত্রকোনার কেন্দুয়ায় পাট ক্ষেতের আইলে বেড়া (অস্থায়ী প্রাচীর) তৈরীকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। আহত ১২ জনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
আজ রোববার দুপুরে কেন্দুয়ার মোজাফরপুর মড়লপাড়া গ্রামে সংঘর্ষটি হয়েছে।

মমেক হাসপাতালে ভর্তিকৃতরা হলেন- সুরুজ মিয়া (৬০), গণি মিয়া (৬০), সুলতান (৩০), রশিদ (৫৫), ইসলাম উদ্দিন (৩৬), মোকারম (২৫), রুকন (৫৫), রুকেল (৩০), কাইয়ূম (১৯), সাত্তার (৫০), সাকিল (২২) ও এমরান (৩০)। আহত প্রত্যেকেই ওই গ্রামের বাসিন্দা। তারা কৃষক। আটকেরাও ওই গ্রামেরই। তবে তাদের নাম জানা জায়নি।

পুলিশ সূত্র জানায়, মোজাফরপুর মড়লপাড়া গ্রামের পাশে একটি পাট ক্ষেতে বেড়া দেয় ওই গ্রামের বাসিন্দা সাত্তার। কিন্তু এ বেড়ার থাকায় চলতে সমস্যা হয় বলে তা ভেঙে দেয়ার চেষ্টা করে প্রতিবেশি কাজল। এতে তাদের মধ্যে দল বেঁধে সংঘর্ষ হয়। দা, বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যাবহার করা এ সংঘর্ষে দু’পক্ষের অন্তত ৩৪ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান এসব নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনি ব্যাবস্থা নেয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads