• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
মহাসড়কের সুফল পাচ্ছে ঈদে ঘরমুখো মানুষ

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

মহাসড়ক

মহাসড়কের সুফল পাচ্ছে ঈদে ঘরমুখো মানুষ

  • রিফাত আহমেদ রাসেল, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ জুন ২০১৯

পবিত্র এই রমজান মাসে মহান আল্লাহকে রাজি খুশি করতে সারাদিন পানহার না করে রোজা রেখেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ত্যাগের এই মাস শেষ প্রায় শেষের দিকে। এখন দরজায় কড়া নাড়ছে ঈদ। ঈদকে কেন্দ্র করে  ছোট থেকে বড় সবার মাঝেই নিয়ে এসেছে অনাবিল আনন্দের ছোঁয়া। আর নেত্রকোনায় এবার ঈদে বাড়ি ফেরা মানুষের মাঝে এই আনন্দ দিগুণ করে দুর্গাপুর-শ্যামগঞ্জ মহাসড়ক। স্বপ্নের মহাসড়ক যেন বাস্তবে রূপ দিয়েছে।

চলতি বছর নেত্রকোনায় ৩১৬ কোটি টাকা ব্যয়ে নব নির্মিত প্রায় ৩৭ কিলোমিটার দুর্গাপুর-শ্যামগঞ্জ নতুন মহাসড়ক জেলার দুর্গাপুর, কলমাকান্দা, পূর্বধলা সহ বেশ কয়েকটি উপজেলার লাখ লাখ মানুষে র ঈদ যাত্রায় ভোগান্তি কমিয়ে দিয়েছে।

গত কয়েক বছর আগে এই সড়কের চিত্র ছিল ভয়াবহ। আর ২০১৬-১৮ পর্যন্ত এই সড়ক নিয়ে গাড়িতো দূরের কথা মানুষ পায়ে হাটাচলার অনুপযোগী ছিল সড়কটি।  পুরো সড়ক জুড়েই বড় বড় খান্নাখন্দ আর কাঁদা একাকার হয়ে মানুষের যাতায়াতে নেমে আসে সীমাহীন ভোগান্তি। মাত্র ৩৭ কিলোমিটার এই সড়ক পাড়ি দিতেই লেগে যেত ঘণ্টার পর ঘণ্টা।

তবে এবার চিত্রটি একেবারেই ভিন্ন। মহাসড়কের সুফল পেতে শূরু করেছে এবারের ঈদ যাত্রায় বাড়ি ফেরা অত্র অঞ্চলের মানুষরা। এখন রাজধানী শহর থেকে শুরু করে দেশের যেকোনো স্থান থেকে যাত্রীরা কোথাও কোনো বাধা ছাড়াই সহজেই যাতায়াত করতে পাচ্ছে এই সড়ক দিয়ে।

ঢাকা আসা হাবিবুর রহমান বলেন, দীর্ঘদিন পর দুর্গাপুরে উদ্দেশ্যে ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে একটি বাসে করে যাত্রা শুরু করেলাম। গাজীপুর, ময়মনসিংহের সুন্দর সুন্দর রাস্তা পেড়িয়ে অবশেষে শ্যামগঞ্জ হয়ে নিজে এলাকার রাস্তা ঢুকে অবাক হলাম। আর আগে যে রাস্তা পাড় হয়ে ৫/৪ ঘণ্টা সময় লাগত এখনো মাত্র ৪০ মিনিটেই এই পাড় হলাম। এ যেন কল্পনা বাস্তবে রূপ দিয়েছে ।

সিএনজি চালিত অটোরিকশা চালক আল আমিন জানায়, এই মহাসড়ক যাত্রীদের কি পরিমাণ উপকার করেছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। আগে দুর্গাপুর থেকে ময়মনসিংহ যেতেই কংস নদী পাড় হয়ে নেত্রকোনা দিয়ে যেতে হত। এতে করে প্রায় ৩/৪ ঘণ্টার মত সময় লাগত। এখন নতুন এই রাস্তায় মাত্র এক ঘণ্টায় সারাসরি ময়মনসিংহ থেকে দুর্র্গাপুর আসা যায়।

এই দিকে ঈদে ঘরে ফেরা মানুষের নিরাপত্তায় সড়কে পুলিশের টহল বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন দুর্গাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইদুর রহমান রুবেল।

তিনি বলেন, মহাসড়কে মানুষের যাতায়াতে যেনো কোনো সমস্যা না হয়ে এর জন্য পুলিশ প্রশাসন কাজা করে যাচ্ছে। বিশেষ করে রাতে যারা বাড়ি ফিরছেন তাদের জন্য আমরা গভীর রাত পর্যন্ত সড়কে টহল দিচ্ছি। এছাড়াও গ্রামের সড়ক গুলোতে যেনো কোনো যাত্রীদের কাছ থেকে মালামাল ছিনতাই বা চুরি করতে না পারে এই জন্যও কাজ করে যাচ্ছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads