• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
কোটালীপাড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কোটালীপাড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ জুন ২০১৯

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামের দুটি অসহায় দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করতে ছাগল বিতরণ করেছে জ্ঞানের আলো পাঠাগার নামের এক সংগঠন।

আজ শনিবার জ্ঞানের আলো পাঠাগারের সদস্যরা উপজেলার তারাশী গ্রামের বিধবা তাজনেহার বেগম (৪০) ও বিধবা সাদিয়া বেগম (৩০) এর হাতে তিনটি করে ছাগল তুলে দেয়।

এর আগে, এই দুটি পরিবারের বাড়িতে ছাগল রাখার জন্য ঘর নির্মাণ করে দেয় সংগঠনটি।

এ সময় পাঠাগারের প্রতিষ্ঠাতা মনিরুজ্জামান জুয়েল, সদস্য সন্দিপ সাহা, ইউপি সদস্য শাহানুর শেখসহ পাঠাগারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ছাগল হস্তান্তরকালে পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল বলেন, নাম প্রকাশ না করার শর্তে একজন ব্যক্তি হত দরিদ্র পরিবার দু’টিকে স্বাবলম্বী করার লক্ষে জ্ঞানের আলো পাঠাগারে অর্থ প্রদান করেন। সেই অর্থ দিয়ে জ্ঞানের আলো পাঠাগার এই কার্যক্রম গ্রহণ করে।

বিধবা তাজনেহার বেগম বলেন, দুই বছর আগে পরিবারের একমাত্র উপার্জনক্ষম স্বামীর হঠাৎ মৃত্যু ঘটে। এরপর থেকে স্কুল পড়ুয়া ২ ছেলে ও ১ মেয়েকে নিয়ে খেয়ে না খেয়ে দিন চলছিল। একজন মহান ব্যক্তির সহায়তায় জ্ঞানের আলো পাঠাগার আজ আমাকে তিনটি ছাগল ও ছাগল পালনের ঘর করে দিয়েছে।

ইউপি সদস্য শাহানুর শেখ বলেন, জ্ঞানের আলো পাঠাগার দীর্ঘদিন ধরে এলাকায় আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। আমি এসব সেবামূলক কাজ করার জন্য জ্ঞানের আলো পাঠাগারকে ধন্যবাদ জানাই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads