• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
এক লাথিতেই বাসের নিচে সালাউদ্দীন

প্রতীকী ছবি

সারা দেশ

এক লাথিতেই বাসের নিচে সালাউদ্দীন

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ জুন ২০১৯

বাসে অতিরিক্ত ভাড়া নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন সালাউদ্দীন নামে এক বাস যাত্রী। এক পর্যায়ে চলন্ত বাস থেকে সালাউদ্দীন নামে ওই যাত্রীকে লাথি মারে চালকের সহকারী। এক লাথিতেই বাসের নিচে পিষ্ট হন যাত্রী সালাউদ্দীন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাস যাত্রীর।  নিহতের পরিবার বলছে, ইচ্ছে করেই হত্যা করা হয়েছে তাকে।

আজ রোববার দুপুরে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘেরবাজার এলাকায়। সাালাউদ্দীন তার স্ত্রী পারুলকে নিয়ে বাঘের বাজার এলাকায় ভাড়া থেকে একটি কারখানার গাড়ি চালাতো।

নিহতের ছোট ভাই জামাল উদ্দিন জানান, ঈদের ছুটিতে সস্ত্রীক ময়মনসিংহের ফুলপুর শ্বশুর বাড়ি থেকে গাজীপুরে কর্মস্থলে ফেরার পথে আলম এশিয়ার একটি বাসে ভাড়া নিয়ে বাকবিতাণ্ডার এক পর্যায় এ ঘটনা ঘটে।

মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হুসেন বলেন, বাসের ভেতরে ‘ড্রাইভার’ পরিচয় দিয়ে সাালাউদ্দীন ভাড়া কিছু টাকা কম রাখার জন্য অনুরোধ করে। এই নিয়ে সাালাউদ্দীন ও তার স্ত্রীর সঙ্গে চালকের সহযোগীর বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে চালকের সহযোগী লাথি মেরে সাালাউদ্দীনকে ফেলে দেবে বাসের ভেতরে প্রকাশ্যেই হুমকি দেয়। ভয় পেয়ে সাালাউদ্দীন তার ভাই জামালকে টেলিফোনে বাঘের বাজার বাসস্ট্যান্ডে এসে দাঁড়াতে বলেন। পরে জামাল আরো ৫-৬ জন লোক নিয়ে বাঘের বাজার দাঁড়িয়ে থাকেন। সালাউদ্দীন ও তার স্ত্রীকে বহনকারী আলম এশিয়ার দ্রুতগামী বাসটি (ঢাকা মেট্টো- গ- ১১-৬৩-৬৬) স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা স্বজনরা কিছু বুঝে উঠার আগেই লাথি মেরে সালাউদ্দীনকে বাস থেকে ফেলে দেয়। এ সময় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মামলা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads