• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
স্কুল ছাত্র আনাস ইব্রাহিম হত্যা:  চট্টগ্রাম থেকে আরেক আসামি গ্রেফতার

প্রতীকী ছবি

সারা দেশ

স্কুল ছাত্র আনাস ইব্রাহিম হত্যা:  চট্টগ্রাম থেকে আরেক আসামি গ্রেফতার

  • চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ১২ জুন ২০১৯

কক্সবাজারের চকরিয়ায় স্কুলছাত্র আনাস ইব্রাহিম হত্যার ১৭ দিন পর এজাহারভুক্ত আসামি সালাহউদ্দিন সাবিদকে (২০) গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট এলাকার হক মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সালাহউদ্দিন সাবিদ পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের পালাকাটা হাসেম মাস্টার পাড়া এলাকার নাজিম উদ্দিনের ছেলে। সে চাঞ্চল্যকর আনাস ইব্রাহিম হত্যাকান্ডের এজাহারভুক্ত চার নাম্বার আসামী।

পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট হক মার্কেট এলাকায় স্কুল ছাত্র আনাস হত্যা মামলার এক আসামি অবস্থান নেওয়ার সংবাদ পেয়ে মঙ্গলবার রাতে অভিযান চালায় পুলিশের একটি টীম।

অভিযানে অংশ নেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম আতিক উল্লাহ, উপপরিদর্শক এস আই জাকির হোসেনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।

উল্লেখ্য, স্কুল ছাত্র আনাস ইব্রাহিমকে হত্যার ঘটনার পর তার পিতা মৌলানা নেছার আহমদ বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে ১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এজাহারভুক্ত ৬ নম্বর আসামী শামশুল আলমের ছেলে মো. রিয়াজ (১৮) ঘটনার পর পরই গ্রেপ্তার হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিবুর রহমান বলেন, আনাস ইব্রাহিম হত্যা মামলায় পুলিশ ইতোমধ্যে দুই আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। মামলায় অপারাপর আসামিরাও অচিরেই ধরা পড়বে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads