• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
কুলাউড়ায় বিএনপির সম্মেলন স্থগিতে ক্ষোভ নেতাকর্মীদের

সম্মেলনে পণ্ড হওয়ায় কর্মীদের ক্ষোভের মুখে পড়েন কুলাউড়ার বিএনপি নেতাকর্মীরা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কুলাউড়ায় বিএনপির সম্মেলন স্থগিতে ক্ষোভ নেতাকর্মীদের

  • কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ জুন ২০১৯

সম্মেলন ও কাউন্সিলের সকল প্রস্তুতি সম্পন্ন ছিল কুলাউড়া উপজেলা বিএনপির। কাউন্সিলাররাও ভোট দিতে এসেছিলেন। কিন্তু হঠাৎ ঘোষণা আসে কাউন্সিল স্থগিতের। জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় অনিবার্য কারণবশত কুলাউড়া উপজেলা বিএনপির সম্মেলন স্থগিত করা হয়েছে।

সম্মেলন স্থগিত করার খবরে উপস্থিত হাজারো নেতাকর্মী বিক্ষোভে ফেটে পড়েন। বিক্ষুব্ধ অর্ধশত নেতাকর্মী বক্তব্য দেন। এ সময় তারা জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান ও কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন আহমদ জুনেদকে অবাঞ্ছিত ঘোষণা করেন। এসময় কামাল উদ্দিন আহমদ জুনেদকে উপজেলা বিএনপি থেকে বহিষ্কারেরও ঘোষণা দেন। এদিকে সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন করতে না পারায় উপজেলা আহ্বায়কের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন অ্যাডভোকেট আবেদ রাজা।

জানা যায়, সর্বশেষ ২০০৯ সালে কুলাউড়া উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। বর্তমানে কুলাউড়ায় এ দলের রাজনীতি ছিলো অনেকটা খাঁদের কিনারায়। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ক্লিন ইমেজ নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা চালানো হয়। সে লক্ষ্যে গণতান্ত্রিক ধারায় প্রায় এক দশক পর ১৫ই  জুন ছিলো দলের উপজেলা শাখার কাউন্সিল ও সম্মেলন। এদিকে সম্মেলনের ঠিক আগের দিন অর্থাৎ ১৪ই জুন প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান সভাপতি প্রার্থী ও সাবেক পৌর মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ ও সাধারণ সম্পাদক প্রার্থী জয়নুল ইসলাম জুনেদ। সভাপতি প্রার্থী জুনেদ কাউন্সিলে ভরাডুবি টের পেয়েই তিনি এই সিদ্ধান্ত নেন। শেষতক জেলা বিএনপিকে সম্মেলন স্থগিতে তিনি কলকাঠি নাড়েন বলে নেতাকর্মীদের দাবি।

নির্বাচন স্থগিত প্রসঙ্গে কুলাউড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন ভুইয়া জানান, সম্মেলনের দিন সকাল ১০টায় জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি নাসের রহমান উনার দুসাই রিসোর্টে যাওয়ার জন্য ফোন দেন। তখন সেখানে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী কামাল উদ্দিন আহমদ জুনেদ। আহ্বায়ক অ্যাডভোকেট আবেদ রাজাসহ সেখানে যাওয়ার পর জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সম্মেলন স্থগিতের চিঠি তুলে দেন। এ সিদ্ধান্তে আমরা বিস্মিত ও হতবাক হয়েছি।

এ ব্যাপারে কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক ও মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা বলেন, বিএনপিকে ক্লিন ইমেজ নিয়ে এগিয়ে যাবার চেষ্টা করেছি। জেলা বিএনপি আমাকে ডেকে নিয়ে কাউন্সিল বাতিল ঘোষণা দিয়ে আমার হাতে একটি প্রেসরিলিজ ধরিয়ে দিয়েছে। জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক কোনো কথা শুনতে রাজি হননি। এতে উজ্জীবিত উপজেলা বিএনপিসহ আমরা মর্মাহত হয়েছি। আমি আহবায়কের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি জেলা বিএনপির সভাপতির পদত্যাগ দাবী করছি। জেলা বিএনপির সভাপতির কারণেই কুলাউড়ার সম্মেলন পণ্ড হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads