• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
হিলিতে অপহরণের ১৫ দিন পর স্কুল ছাত্রী উদ্ধার, আটক ২

প্রতীকী ছবি

সারা দেশ

হিলিতে অপহরণের ১৫ দিন পর স্কুল ছাত্রী উদ্ধার, আটক ২

  • হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ জুন ২০১৯

দিনাজপুরের হিলিতে অপহরণের ১৫ দিন পর নবম শ্রেণীর পড়ুয়া এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার হিলি-হাকিমপুর উপজেলার জাংগই বাজার নামক এলাকায় জসিম উদ্দিনের বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়।

হাকিমপুর থানা তদন্ত ওসি রেজাউল করিম রেজা জানান, প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় গত ২৯ মে স্কুল থেকে রোকসানা (১৬) নবম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায় নওয়োজ শরিফ নামের এক যুবক।পরে অনেক খোঁজাখুঁজির পর মেয়েটির বাবা গত শুক্রবার রাতে হাকিমপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ বিভিন্ন তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আজ শনিবার উপজেলার জাংগই বাজার থেকে জসিম উদ্দিনের বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- আতিয়ার রহমান (৩৫)ও রিক্তা বেগম (৩০)।

অপহৃতাকে চিকিৎসার জন্য দিনাজপুর আব্দুল রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads