• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
কুলাউড়ায় ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা

উপজেলার লস্করপুরের বিভিন্নস্থানে ভোক্তা আইনে অভিযান

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কুলাউড়ায় ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা

  • কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ জুন ২০১৯

কুলাউড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার ১৭ জুন উপজেলার লস্করপুর বাজার, গাজীপুর রোড, গাজীপুরসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিনের নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন কুলাউড়া থানার পুলিশ ফোর্স।

অভিযানকালে লস্করপুর বাজারে অবস্থিত মেসার্স শাহদাত ফার্মেসীকে ২ হাজার টাকা, গাজীপুর রোডে অবস্থিত চিনু মিয়ার ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকা, গাজীপুরে অবস্থিত ভাই ভাই ভেরাইটিজ ষ্টোরকে ৩ হাজার টাকাসহ মোট ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়াসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়। এছাড়াও মহামান্য হাইকোর্টের নির্দেশনায় ৫২ প্রকারের খাদ্য পণ্য বাজার থেকে প্রত্যাহার মূলক কার্যক্রম অনুসারে চিনু মিয়া ভেরাইটিজ ষ্টোর ও ভাই ভাই ভেরাইটিজ ষ্টোর থেকে বেশ কিছু খাদ্য পণ্য ধ্বংস করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads