• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
ভাঙ্গনের মুখে যমুনার আরিচা ফেরি টার্মিনাল

আরিচা ফেরি টার্মিনাল এলাকা যমুনার ভাঙ্গনের মুখে পড়েছে

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

ভাঙ্গনের মুখে যমুনার আরিচা ফেরি টার্মিনাল

  • প্রকাশিত ১৮ জুন ২০১৯

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি :

শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের নিহালপুর ও আরিচা ফেরি টার্মিনাল এলাকা যমুনার ভয়াবহ ভাঙ্গনের মুখে পড়েছে। কয়েকদিনে আরিচা পয়েন্টে যমুনার পানি বৃদ্ধির ফলে ভাঙ্গনের মাত্রা বৃদ্ধি পেয়েছে।

জানা গেছে, আরিচা ফেরি টার্মিনাল সংলগ্ন এক নম্বর ঘাট এলাকার উত্তরে অবস্থিত নিহালপুর গ্রামের একাংশ চলতি বর্ষায় ভাঙ্গনের কবলে পড়ে। পানি উন্নয়ন বোর্ড এ স্থানে যমুনার ভাঙ্গন রোধে ২০ লাখ টাকা ব্যায়ে বালু ভর্তি প্রায় সাড়ে চার হাজার জিও ব্যাগ ফেলার প্রকল্প হাতে নেয়। ভাঙ্গন স্থলের পশ্চিমে নদী বক্ষে জেগে উঠা চর থেকে পলি মাটি কেটে জিও ব্যাগে ভরে ফেলার চেষ্টার অভিযোগে কাজ বন্ধ থাকে। ভাঙ্গন রোধে কার্যকর ব্যাবস্থা না নেয়ায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

মানিকগঞ্জ উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মামুন হাওলাদার জানান, পানি উন্নয়ন বোর্ড নিহালপুর গ্রামে চার হাজার ৪৯৫টি জিও ব্যাগ দিয়ে এ ভাঙ্গন মোকাবেলার চেষ্টা করছে। প্রতিটি ব্যাগে ৯০ শতাংশ বালু ও বাকি ১০ ভাগ ভিটি বালু ব্যবহারের নিয়ম রয়েছে। এতে, প্রায় পাঁচশ’ জিও ব্যাগ ফেলা বাকি রয়েছে। আরিচা ফেরি টার্মিনাল এলাকায় নতুন করে সৃষ্ট ভাঙ্গন এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে। বিআইডব্লিউটিএ আরিচা অফিস জানায়, দু’দিনে এ পয়েন্টে দ্রুত পানি বৃদ্ধি পাচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads