• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
স্বামী-শাশুড়িসহ গ্রেপ্তার ৪, বিচার দাবিতে মানববন্ধন

ছবি : সংগৃহীত

সারা দেশ

স্কুলছাত্রী জান্নাতিকে পুড়িয়ে হত্যা

স্বামী-শাশুড়িসহ গ্রেপ্তার ৪, বিচার দাবিতে মানববন্ধন

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ২০ জুন ২০১৯

মাদক কারবারে জড়িত না হওয়ায় স্কুলছাত্রী জান্নাতুল ফেরদৌসি ওরফে জান্নাতিকে পুড়িয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী ও শাশুড়িসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন তিনি এ তথ্য জানান। এদিকে বুধবার দুপুরে নরসিংদী প্রেস ক্লাবের সামনে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক নরসিংদী শাখা।

পুলিশ সুপার জানান, গত মঙ্গলবার রাতে নাটোর জেলার নারায়ণপুর পুকুরপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- নিহত জান্নাতির স্বামী সাব্বির আহামেদ শিপলু ওরফে শিবু (২৩), শাশুড়ি শান্তি বেগম ওরফে ফেন্সী রানী (৪৫), শ্বশুর হুমায়ন মিয়া (৫০) ও ননদ ফাল্গুনী বেগম (২০)। সবাই নরসিংদী চরহাজিপুরের খাসেরচর গ্রামের বাসিন্দা।

পুলিশ সুপার আরো বলেন, পারিবারিক মাদক কারবারে সম্পৃক্ত না হওয়ায় জান্নাতুল ফেরদৌসি ওরফে জান্নাতিকে পুড়িয়ে হত্যা করে শ্বশুরবাড়ির লোকজন। এ ঘটনায় গত ১৫ জুন নিহতের বাবা শরিফুল ইসলাম বাদী হয়ে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই রাতেই ৬ জনকে আটক করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যমতে পুলিশ ও ডিবি পুলিশের একটি দল নারায়গঞ্জের রূপগঞ্জ, টঙ্গী ও চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালায়। পরে নাটোর জেলায় অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার জানান, ‘বুধবার (গতকাল) আদালতে তুলে তাদের রিমান্ড আবেদন জানানো হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শফিউর আলম, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন, সদর মডেল থানার ওসি সৈয়দুজ্জামান, ডিবি পুলিশের ওসি গোলাম মোস্তফা, গ্রেপ্তার অভিযানে নেতৃত্বে দেওয়া উপপরিদর্শক (এসআই) নাইমুল ইসলাম মোস্তাক প্রমুখ।

এদিকে অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন নরসিংদী পাবলিক কলেজ, উদয়ন কলেজ, নরসিংদী আইডিয়াল হাইস্কুল ও ইমপেরিয়াল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে বক্তব্য রাখেন যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের মনজিল মিল্লাত, মিজানুর রহমান, সৈয়দ আল ফয়সাল, রায়হানা সরকার ও আসাদুজ্জামান খোকা প্রমুখ।

উল্লেখ্য, প্রায় ১ বছর আগে নরসিংদী সদর উপজেলার হাজিপুর গ্রামের শরিফুল ইসলাম খানের দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ে জান্নাতির সঙ্গে পার্শ্ববর্তী খাসেরচর গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে শিপলু মিয়ার প্রেম হয়। কিছুদিন পরই পরিবারের অমতে তারা পালিয়ে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর স্ত্রী জান্নাতিকে পারিবারিক মাদক কারবারে সম্পৃক্ত করতে চাপ প্রয়োগ করে স্বামী ও শাশুড়ি। এতে রাজি হয়নি জান্নাতি। ফলে জান্নাতির ওপর নেমে আসে কঠোর নির্যাতন। গত ২১ এপ্রিল রাতে ঘুমন্ত অবস্থায় স্বামী শিপলু, শাশুড়ি শান্তি বেগম ও ননদ ফাল্গুনী বেগম জান্নাতির শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। দগ্ধ জান্নাতি ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ৪০ দিন লড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads