• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
কুমিল্লায় পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু

পনিতে ডুবে দুই সহোদর আবু বোরহান (৭) ও আবু রায়হান (৪) এর মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কুমিল্লায় পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু

  • কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত ২০ জুন ২০১৯

কুমিল্লার লাকসামে বসত ঘরের পাশে ডোবার পানিতে ডুবে আবু বোরহান (৭) ও আবু রায়হান (৪) নামে দুই সহোদরের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের পশ্চিমগাঁও সোয়াছয়আনী পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ওই দুই সহোদর পশ্চিমগাঁও সোয়াছয়আনী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মাজহারুল ইসলামের সন্তান।

স্থানীয় সূত্র জানায়, ওইদিন দুপুর দেড়টার দিকে পশ্চিমগাঁও সোয়াছয়আনী জামে মসজিদের খতিবের ওই দুই সন্তান শিশু আবু বোরহান ও আবু রায়হান বাড়ির উঠানে খেলা করছিল। সকলের অগোচরে শিশু দুটি ডোবার পানিতে পড়ে যায়। শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে তাদের মা ঘরের পাশ্ববর্তী ডোবার পাশে তাদের সেন্ডেল দেখে পানিতে নেমে খুঁজতে গেলে উভয়ের মৃত দেহ ভেসে উঠে। পরে বাড়ির লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

পশ্চিমগাঁও সোয়াছয়আনীর বাসিন্দা খোরশেদ আলম তুহিন বলেন, আমাদের মসজিদের খতিবের ওই দুই শিশুর অকাল মৃত্যুতে সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads