• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষ : নিহত ১

নিহত মখদ্দুছ আলী মখই (৪৮)

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষ : নিহত ১

  • বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ জুন ২০১৯

সিলেটের বিশ্বনাথে শিশুদের ঝগড়া নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে এক মৎস্যজীবি নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৫জুন) সকালে শিশুদের ঝগড়া নিয়ে নিজেদের মধ্যে জড়িয়ে পড়লে এই ঘটনা ঘটে।

নিহত মখদ্দুছ আলী মখই (৪৮) উপজেলার দেওকলস ইউনিয়নের সৎমানপুর গ্রামের মৃত লালই মিয়ার পুত্র ।

জানাযায়, একই বাড়ির বাসিন্দা ইরশাদ আলী ও তার পুত্র সেলিম মিয়া (২৬) এর সাথে সংঘর্ষের সময় প্রতিপক্ষের গাছের ডালের আঘাত প্রাপ্ত হন মখদ্দুছ আলী মখই। অচেতন অবস্থায় স্থানীয় লোকজন তাকে (মকদ্দুছ) সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

খুন হওয়া মখদ্দুছ আলী মখই’র ছয় বছরের শিশু সন্তান প্রথম শ্রেনীর ছাত্র সাগর মিয়া জানায়, প্রথমে প্রতিপক্ষ সেলিম মিয়া’র মেয়ে মাহিদা বেগম (৫) এর সাথে তার ঝগড়া হয়। এনিয়ে তার চাচা মুনসুর মিয়ার সাথে মাহিদা বেগম’র বাবা সেলিম মিয়ার ধস্তাধস্তি শুরু হয়। এসময় তার বাবা মখদ্দুছ আলী মখই আগাইয়া আসিলে ইরশাদ আলী আকাশি গাছের একটি ডাল দিয়ে শরীরের একদিকে আঘাত করে। এতে তার বাবা মখদ্দুছ আলী মখই অজ্ঞান হয়ে মাটতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যান। এঘটনায় শিশু সাগর মিয়া’র দাদি গোলবাহার বেগম (৭০) ও তার চাচা মুনসুর মিয়া (২৮) আহত হন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে রয়েছে বলে পরিবারের লোকজন জানিয়েছেন।

এদিকে মকদ্দুছ আলী মখই’র মৃত্যুর সংবাদ জানতে পেরে বাড়ি ছেড়ে সপরিবারে পালিয়েছে প্রতিপক্ষের লোকজন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads