• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
মাপে কম দেওয়ায় কুমিল্লায় ফিলিং স্টেশনকে জরিমানা

মাপে কম দেওয়ায় কুমিল্লায় ফিলিং স্টেশনকে জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

মাপে কম দেওয়ায় কুমিল্লায় ফিলিং স্টেশনকে জরিমানা

  • কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ জুন ২০১৯

মাপে তেল কম দেওয়ায় কুমিল্লায় একটি ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার কুমিল্লা আমতলী বিশ্বরোড এলাকায় মেসার্স হাজী এন্ড সন্স ফিলিং স্টেশনকে এই জরিমানা করা হয়।

জানাযায়, তারা ৫ লিটারে ৩৮০ মি.লি. কম দেয়ায় ৫০হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে একটি ব্যাংকের কর্মকর্তা অভিযোগ করেন, কুমিল্লার আলেখারচর এলাকায় স্টেশনারি দোকানগুলোতে চিপস ও পানীয়ের দাম বেশি নেওয়া হচ্ছে। অভিযানে সত্যতা পাওয়ায় ১০হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম এই জরিমানা আদায় করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লা শাখা অফিসের পরিদর্শক (মেট্রো) আনিছুর রহমান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads