• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

সারা দেশ

হাজীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ জুন ২০১৯

চাঁদপুরের হাজীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে হাজীগঞ্জ পৌরসভা। মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভাধীন এলাকার ২০১৯ইং সালের এসএসসি ও সমমনা পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রদান করা হয়।

পৌরসভা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান মিন্টু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি, প্রেসক্লাব সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু ছাইদ, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, পৌর প্যানেল মেয়র-২ মো. শুকু মিয়া, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ্ মৃধা, পৌর সচিব মুহাম্মদ নূর আজম বিন শরীফ, শিক্ষার্থী বি. এম সিফাতুন নূর ও আমিমুল এহসান প্রমুখ।

প্রভাষক জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে পৌর এলাকায় এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১১ জন (ছাত্র ৫৮, ছাত্রী ৫৩) জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ক্রেস্ট, সনদপত্র ও শুভেচ্ছা উপহার বিতরণ করেন অতিথিরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads