• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
'বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না'

হাজীগঞ্জে বিশাল সমাবেশে নেতা-কর্মীদের হাত তুলে অভিবাদন জানাচ্ছেন মেজর অব. রফিকুল ইসলাম

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

'বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না'

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ জুন ২০১৯

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম।

শুক্রবার বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে রফিকুল ইসলাম বলেন, জাতির জনককে হত্যার পর এদেশে তারা আওয়ামী লীগের নেতা-কর্মীদেরও নির্মমভাবে হত্যা করেছে। অনেকে জেলে ঢুকিয়েছিল। আমাদের সে ইতিহাস  মনে আছে।

তিনি বলেন, আওয়ামী লীগ দলটির সঙ্গে স্বাধীন বাংলাদেশের সম্পর্ক স্বাধীনতা, স্বার্বভৌমত্বের সম্পর্ক। এ সম্পর্ক অস্বীকার করার কোনো সুযোগ নেই।

হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সমাবেশ পরিচালনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ স ম মাহবুব-উল আলম লিপন,  উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন মিয়াজী, জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক রোটা. আহসান হাবিব অরুন, শিল্প বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠকি সম্পাদক আলহাজ  জসিমউদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল প্রমুখ।

এ ছাড়াও ১১ ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপর থেকেই দলে দলে নেতা-কর্মীরা মিছিল নিয়ে হাজীগঞ্জ বাজারে আসতে থাকে। বিকেল ৪টার মধ্যে পশ্চিম বাজার বাস স্ট্যান্ট জনসমুদ্রে রূপ নেয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads