• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
সখীপুরে নিখোঁজের দুইদিন পর কৃষকের লাশ উদ্ধার

টাঙ্গাইল ম্যাপ

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

সখীপুরে নিখোঁজের দুইদিন পর কৃষকের লাশ উদ্ধার

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ জুন ২০১৯

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের দুইদিন পর বন থেকে ইলিয়াস হোসেন ওরফে ইলু (৩৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার বিকেল চারটায় উপজেলার দাড়িয়াপুর গ্রামের বন থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ইলিয়াস দাড়িয়াপুর গ্রামের মৃত আবদুল কাদেরের ছেলে।  

বাড়ি থেকে ২০০গজ দক্ষিণ-পশ্চিম দিকের একটি শালগজারি বনে একটি গাছের মুথার (গাছ কাটার পর মাটির সঙ্গে থাকা অংশকে স্থানীয় ভাষায় মুথা বলে) সঙ্গে লাশ বাধা ছিল।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক ঘটনাস্থলে লাশের সুরতহাল করে বলেন, কমপক্ষে দুইদিন আগে খুনের ঘটনাটি ঘটেছে। লাশের দুচোখ ও অন্ডকোষ গলানো অবস্থায় ছিল।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, গত শুক্রবার থেকে ইলিয়াসকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ইলিয়াসের নামে মামলা থাকায় তার পরিবারের লোকজন শুক্রবার রাত ও শনিবার সারাদিন সখীপুর থানা ও টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ ও র‌্যাব কার্যালয়ে খোঁজ-খবর নেন। পরে ওই গ্রামের এক মহিলা রোববার বেলা দুইটার দিকে গরু খোঁজতে গিয়ে ওই বনে লাশ দেখতে পায়।

সখীপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবদুল মতিন, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে  বলেন, ধারনা করা হচ্ছে শুক্রবার রাতে  শ্বাসরোধ করে হত্যা করে বনে লাশ ফেলে যায়। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

সন্ধ্যা সাতটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কাউকে আসামি না করে নিহতের স্ত্রী মর্জিনা আক্তার বাদী হয়ে খুনের মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads