• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
ফরিদগঞ্জে চুরির ঘটনা ফাঁস করায় যুবককে পিটিয়ে হত্যা

নিহত হানিফ তপাদার (৩৫)

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

ফরিদগঞ্জে চুরির ঘটনা ফাঁস করায় যুবককে পিটিয়ে হত্যা

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ জুলাই ২০১৯

চাঁদপুরের ফরিদগঞ্জে দুই বছর পূর্বে মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে বসতঘর থেকে টেনে হেচড়ে নামিয়ে বাড়ির উঠানে হানিফ তপাদার (৩৫) নাক এক যুবককে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করেছে চুরির সাথে জড়িত দুই যুবক।

আজ বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মুলপাড়া গ্রামের একতাবাজার এলাকার তপাদার বাড়ীতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত ওই যুবককে চাঁদপুর সদর হাসপাতালে নিলে গতাকাল রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় আহত যুবকের মৃত্যু হয়। ঘটনায় জাড়িত দুই যুবককে আটক করেছে  ফরিদগঞ্জ থানা পুলিশ

হানিফ তপাদার ঐ গ্রামের তফাদার বাড়ীর লোকমান তপাদারের ছেলে।

আটককৃতরা হলেন : মামুন (৩৫) ও আরিফ (৩০) নামে দুই যুবককে আটক করেছে।

নিহতের বড় বোন তাহমিনা জানান, গত দুই বছর পূর্বে উপজেলার ধানুয়া এলাকা থেকে ডাঃ হারুন নামে একজন পল্লী চিকিৎসকের মোটর বাইক চুরি করে তাদের বাড়ীর সুমন তপাদার ও রাজন তপাদার। চুরি ঘটনা জেনে ফাঁস করে দেয়ায় ওই সময় শালিশী বৈঠকে সুমন ও রাজনের জরিমানা হয়। সেই থেকে তারা হানিফের উপর ক্ষিপ্ত হয়ে আছে। পরে তারা কয়েকবার হানিফের উপর হামলাও করে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে হানিফ ঘরে একাই ছিলেন। পরিবারের লোকজন বেড়াতে গিয়েছে। ঠিক ওই সময় সুমন, রাজনসহ তাদের সাঙ্গপাঙ্গরা মিলে হানিফকে ঘর থেকে বের করে বাড়ি উঠানে এনে বেদম পিটিয়ে গুরুতর আহত করে। পরে ওই বাড়ীর অন্য লোকজ তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এদিকে ঘটনার সংবাদ পেয়ে বালিথুবা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন ও চাঁদপুর সদর হাসপাতালের মর্গে এসেছেন।

ফরিদগঞ্জ থানা সূত্রে জানা যায়, ঘটনার সংবাদ পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নাছির ঘটনাস্থল থেকে মামুন ও আরিফ নামে দুই যুবককে আটক করেছেন। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে অভিযুক্তদের বিরুদ্ধে নিহত হানিফ তপাদেরর বড় বোন সিরতাজ বেগম বাদী হয়ে ৯জনকে আসামী করে ফরিদগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

ফরিদগঞ্জ থানার ওসি আবদুর রকিব জানানন, এ ঘটনায় ৯জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ২জনকে আটক করা হয়েছে। বাকী আসামীদের আটকের জন্য অভিযান অব্যাহত আছে।

হানিফের মরদেহ বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads