• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
জামালপুরে ছাতা পেলেন ১২০ রিকশা চালক

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

জামালপুরে ছাতা পেলেন ১২০ রিকশা চালক

  • জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ জুলাই ২০১৯

জামালপুর জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একদল ছাত্র-ছাত্রীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘দুই টাকায় হাসিমুখ’ ১২০ জন রিকশা চালককে বিনামূল্যে একটি করে ছাতা দিয়েছে। একটি করে ছাতা পেয়ে সবাই খুশি। রোববার থেকে শহরের বিভিন্নস্থানে এসব ছাতা বিতরণ করা হচ্ছে।

রবিবার বেলা ১১টার দিকে সংগঠনটির আহ্বায়ক বিবিএ’র তৃতীয় সেমিস্টারের ছাত্রী সানজিদা শারমিন ও তার সহপাঠী বন্ধুরা সমবেত হন জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকায়। সেখানে তারা রিকশাওয়ালাদের এক এক করে ডেকে এনে মাথায় একটি করে ছাতা পরিয়ে দেন। প্রতিটি ছাতা কিনতে হয়েছে ৬৫ টাকা করে। বিনামূল্যে ছাতা পেয়ে রিকশওয়ালাদের মুখে হাসি ফুটেছে।

বিল্লাল হোসেন নামের একজন রিকশাওয়ালা বলেন, এইটুক ছাতায় বৃষ্টি ফিরান যাবো না। রৈদের মধ্যে চলবো। ক্যারা দেয় এই শহরো। অরা তাও তো দিল। অগর জন্য দোয়া করমু।

সংগঠনটির যুগ্ম আহ্বায়ক অর্সি রহমান আদিত্ব্য, শাফায়াত খান সুপ্ত, রিমন, আশা সরকার, মুত্তিয়া, ইলিজিয়া সাবা, সাবিহা শারমিন, রেশমী, সাজিয়া সুলতানা, ঈশিতা, বৈশাখী, মাসুম, মেহেদী হাসানসহ সকল সদস্যরা ছাতা বিতরণে অংশ নেন।

সংগঠনটির আহ্বায়ক সানজিদা শারমিন বলেন, মানুষ মানুষের জন্য এই মন্ত্রে দীক্ষিত হয়ে সদস্যদের সবাই দুই টাকা করে চাঁদায় আমাদের একটা তহবিল গড়ে তুলছি। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অনেকেই আর্থিক সহযোগিতা করছে। সেই তহবিল থেকে এর আগেও দরিদ্রশিশুদের নিয়ে একদিন ইফতার করেছি এবং রাতের খাবার বিরতণ করেছি। রেলস্টেশন এলাকায় অসহায় এতিম শিশুদের মাঝে জামা বিতরণ করেছি। এখন অনেক রোদ-বৃষ্টির সময়। রিকশওয়ালাদের অনেক কষ্ট হয়। তাই রিকশাওয়ালাদের একটি করে ছাতা দিলাম। তারা রোদ-বৃষ্টি থেকে রেহাই পাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads