• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারাজের ৪৪টি গেট

টানা প্রবল বর্ষণ আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে।

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

তিস্তার পানি বৃদ্ধি

খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারাজের ৪৪টি গেট

নিম্নাঞ্চল প্লাবিত

  • লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ জুলাই ২০১৯

কয়েকদিনের টানা প্রবল বর্ষণ আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও বৃদ্ধি পেয়েছে তিস্তার পানি। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ৫ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পানি নিয়ন্ত্রণে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।

পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানাগেছে, উজানে গত কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে। ভারতের গজল ডোবা ব্যারাজের অধিকাংশ গেট খুলে দেয়া হয়। ফলে তিস্তার পানি প্রবাহ বৃদ্ধি পায়।

এদিকে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় জেলার ৫ উপজেলার প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। প্লাবিত হয়েছে পাটগ্রাম উপজেলায় অবস্থিত বহুল আলোচিত বিলুপ্ত ছিটমহল আঙ্গরপোতা-দহগ্রাম, হাতীবান্ধা উপজেলার সানিয়াজান, গড্ডিমারী, সিঙ্গিমারী, পটিকাপাড়া ও ডাউয়াবাড়ী ইউনিয়নের চর, আদিতমারী উপজেলার মহিষখোচা, সদর উপজেলার রাজপুর, খুনিয়াগাছ, গোকুন্ডা ইউনিয়ন ও কালীগঞ্জ উপজেলার চরাঞ্চল এলাকার প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ঘরের ভেতর ঢুকে পড়েছে পানি। তলিয়ে গেছে রাস্তা-ঘাট। লোকজন গবাদি পশু নিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন। নলকূপগুলো পানির নিচে তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানির চরম সংকটে পড়েছেন লোকজন। রান্না করতে না পারায় শুকনো খাবার খেয়ে দিন কাটাতে হচ্ছে তাদের। স্কুল-কলেজে যেতে পারছেন না শিক্ষার্থীরা।

তিস্তা ব্যারাজের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৬টায় তিস্তার ব্যারাজ পয়েন্টে পানি প্রবাহ বিপদ সীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। তবে বেলা ১২টার পানি প্রবাহ কিছুটা কমে বিপদ সীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত রেকোর্ড করা হয়। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা। তিস্তা ব্যারাজ রক্ষায় সতর্ক অবস্থায় রয়েছে বলেও তিনি জানান।

জেলা প্রশাসক আবু জাফর জানান, ইতোমধ্যে পানিবন্দী পরিবারগুলোর তালিকা তৈরি করার জন্য উপজেলা নির্বাহী অফিসার ও ইউপি সদস্যদের বলা হয়েছে। এছাড়া ত্রাণ চেয়ে কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads