• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে লৌহজংয়ে মানববন্ধন

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে লৌহজংয়ে মানববন্ধন

  • লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ জুলাই ২০১৯

আগামী ২২ আগস্ট থেকে তিন দিনব্যাপী সাদপন্থীদের আয়োজনে অনুষ্ঠেয় ইজতেমা বন্ধের দাবিতে লৌহজংয়ে ওলামায়ে কেরাম ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে মানববন্ধন হয়েছে।

আজ বুধবার বেলা ১১টায় উপজেলার প্রধান সড়কে মানববন্ধন শেষে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাবিরুল ইসলাম খানের কাছে স্মারকলিপি দেন মানববন্ধন আয়োজনের নেতারা।

স্মারকলিপিতে বলা হয়,  বিশ্বব্যাপী শান্তিপ্রিয় তাবলীগ জামাতের মধ্যে ভারতের বিতর্কিত ও ভ্রান্ত মাওলানা সাদ কান্ধলভি কোরান-হাদিস বিরোধী বক্তব্য প্রদান করেছেন, এখনও করছেন। ফলে বাংলাদেশসহ সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে এক অস্থিরতা ও অশান্তি বিরাজ করছে। সাদপন্থীরা ভ্রান্ত আকিদা পোষণকারী ও ওলামা বিদ্বেষী। এরাই ২০১৮ সালের ১ ডিসেম্বর টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠে নিরীহ ওলামা, মাদ্রাসার ছাত্র ও তাবলীগের সাথীদের উপর বর্বরোচিত হামলা চালিয়েছিল। এছাড়া মাওলানা সাদের কিছু অন্ধ অনুসারী তাবলীগ জামাত থেকে বের হয়ে গিয়ে এতায়াত জামাত নাম ধারণ করে তাবলীগের নামে সারা দেশে বিশৃঙ্খলা, মারামারি ও মসজিদে মসজিদে জবরদস্তি করে অশান্তির সৃষ্টি করছে। এ অবস্থায় বিশ্ব ইজতেমার আগে দেশের কোনো জেলায় ইজতিমা অনুষ্ঠানের সরকারি সিদ্ধান্ত নেই। এমন পরিস্থিতিতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও মাদ্রাসা মাঠে আসন্ন ২২ আগস্ট থেকে ২৪ আগস্ট তিন দিনব্যাপী অনুষ্ঠিতব্য সাদপন্থীদের জেলা ইজতেমার অনুমোদন দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতির আশঙ্কা রয়েছে।

মানবন্ধনে নেতৃত্ব ও ইউএনও বরাবর স্মারকলিপি দেন সাতঘড়িয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ হেলাল মল্লিক, উপজেলা মসজিদের ইমাম আবদুল গাফফার কাশেমী, পয়শা কারামাতিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল আহমাদুল্লাহ খান, শিমুলিয়া ভাঙা মসজিদের ইমাম মাওলানা কাওসার আহমেদ, হাটভোগদিয়া মসজিদের ইমাম মুফতি ফয়জুল্লাহ, মালির অঙ্ক মসজিদের ইমাম আবদুর রহমান, ব্যবসায়ী মো. ইমরান হোসেন, ব্যবসায়ী শাহ আলম হাওলাদার, ব্যবসায়ী কামাল হোসেন, উপজেলা কৃষি মাঠ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ও মধ্য আটিগাঁও মসজিদের ইমাম মুফতি নেসার আহমেদ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads