• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
পর্যটক সেজে লাউয়াছড়ায় বন্যপ্রাণী পাচারের প্রতিবাদে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

পর্যটক সেজে লাউয়াছড়ায় বন্যপ্রাণী পাচারের প্রতিবাদে মানববন্ধন

  • কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ১২ জুলাই ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জে গবেষনার নামে বন্যপ্রানী পাচার এর প্রতিবাদে সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন সিলেটের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় বিরুপ আবওহাওয়া উপেক্ষা করেও লাউয়াছড়া জাতীয় উদ্যান প্রবেশ পথ এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন (বাপা) সিলেট বিভাগীয় সম্পাদক আব্দুল করিমের নেতৃত্বে স্থানীয় জীব বৈচিত্র রক্ষা কমিটি, পরিবেশ সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহন করেন।

এক ঘন্টা স্থায়ী মানবন্ধনে বক্তব্য রাখেন বাপা সিলেটের সভাপতি আব্দুল করিম, পরিবেশ সংগঠক নিয়ামুল ইসলাম খান, বাপা সিলেটের যুগ্ম সাধারণ সম্পাদক সামির মাহমুদ চৌধুরী, শামছুল হক, পরিবেশ সাংবাদিক ফোরাম মৌলভীবাজারের সাধারণ সম্পাদক নুরুল মোহাইমিন, ব্যারিষ্টার গোলাম সোবহান চৌধুরী, বাপা হবিগঞ্জ কমিটির সাধারণ সম্পাদক তোফাজ্ঝল হোসেন, বাপা মৌলভীবাজারের সমন্বয়কারী আ.ছ.ম ছালেহ সোহেল, আব্দুল আহাদ, কমলগঞ্জ জীব বৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি মঞ্জুর আহমদ আজাদ মান্না প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ সম্প্রতি দেশীয় সাপের গবেষক শাহরিযার সিজারের সাথে দুইজন মার্কিন গবেষক পর্যটক হিসেবে লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশ করেছিলেন। দুই বেদশী পর্যটক দেশী গবেষকের সাথে মিলে অবৈধভাবে লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে নানা জাতের সাপের ডিম সংগ্রহ করেন। অথচ গবেষনার কাজে আসতে হলে বিদেশীদের প্রয়োজনীয় সরকারি অনুমতি নিতে হয়। তারা সরকারি অনুমতির তোয়াক্কা না করেই অবাদে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঘুরে এ বনের জীব বৈচিত্র সংগ্রহ করেছেন। নিশ্চয় তারা বন্যপ্রানী পাচারের সাথেও জড়িত রয়েছেন। তাই শাহরিয়ার সিজারসহ বিদেশী পর্যটকরুপেী গবেষকদের এ ধরনের কাজের তদন্ত পূর্ব দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। তাদের এ ধরনের কাজে লাউয়াছড়া বনের বড় ধরনের ক্ষতি হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads