• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
সখীপুরে বাল্য বিয়ে, কনের বাবাকে ৬ মাসের কারাদণ্ড

প্রতীকী ছবি

সারা দেশ

সখীপুরে বাল্য বিয়ে, কনের বাবাকে ৬ মাসের কারাদণ্ড

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ জুলাই ২০১৯

টাঙ্গাইলের সখীপুরে বাল্য বিয়ের দায়ে কনের বাবা বাবুল মিয়াকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাবুলের বাড়ি উপজেলার দামিয়া গ্রামে।

শনিবার বিকেলে আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা এ দণ্ড দেন।

জানা যায়, গত শুক্রবার সখীপুর উপজেলার দামিয়া গ্রামের বাবুল মিয়া তার অষ্টম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে নিয়ে পাশ্ববর্তী ভালুকা উপজেলার গিলারচালা গ্রামে যান। শনিবার তিনি ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে আশিকের (২৫) সঙ্গে মেয়ের বিয়ে দেন। এরপর নতুন জামাইসহ নিজের  বাড়ি দামিয়া আসেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ওই বাড়িতে গিয়ে কনের বাবা বাবুল মিয়াকে ৬ মাসের কারাদণ্ড দেন। এ সময় বর পালিয়ে যায়।

সখীপুর থানার উপ-পরির্দশক এস আই আইনুল মিয়া বলেন, ভ্রাম্যমাণ আদালতের রায় পেয়ে বাবুল মিয়াকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।

আদালতের নির্বাহী হাকিম আয়শা জান্নাত তাহেরা বলেন, বাল্য বিয়ের সংবাদে পেয়ে ওই বাড়িতে গিয়ে কনের বাবাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads