• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
নওগাঁয় বাল্য বিয়ের অপরাধে বরসহ ২ জনের জরিমানা

বাল্য বিয়ে

প্রতীকী ছবি

সারা দেশ

নওগাঁয় বাল্য বিয়ের অপরাধে বরসহ ২ জনের জরিমানা

  • নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ জুলাই ২০১৯

নওগাঁর আত্রাইয়ে বাল্য বিয়ের অপরাধে বরসহ ২ জনের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সাজাপ্রাপ্তরা হল, নাটোর জেলার লালপুর উপজেলার হাসিমপুর গ্রামের দিপেন চন্দ্রের ছেলে দিলিপ কুমার প্রাং(২৮) এবং আত্রাই উপজেলার মিরাপুর গ্রামের ডোমন প্রাং এর ছেলে সুদেব প্রাং (২৭)।

আত্রাই থানা সুত্রে জানা যায়, আত্রাই উপজেলা ব্রজপুর গ্রামে বাল্য বিবাহ অনুষ্টিত হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশ অভিযান চালিয়ে বর দিলিপ কুমার প্রাং ও অপরদিকে এএসআই কামরুজ্জামান সঙ্গীস ফোর্সসহ উপজেলার মিরাপুর গ্রামে অভিযান চালিয়ে সুদেব প্রাং আটক করে।

পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ছানাউল ইসলাম বাল্য বিবাহের অপরাধে দিলিপ কুমার প্রাং, সুদেব প্রাংকে দশ হাজার টাকা জরিমান করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads