• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
লক্ষ্মীপুরে ১৭ দিন পর মায়ের কাছে শিশু নুর

রামগঞ্জ পুলিশের সহযোগীতায় শিশু নুর মোহাম্মদ ফিরেপেলো মা কে

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

লক্ষ্মীপুরে ১৭ দিন পর মায়ের কাছে শিশু নুর

  • লক্ষ্মীপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ জুলাই ২০১৯

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় ১৭ দিন পর শিশু নুর মোহাম্মদ তার মাতা নাছিমা বেগম কে কাছে পেয়েছে। শিশুটি কে পেয়ে তার মা আনন্দে আত্মহারা হয়ে উঠে।

এ ব্যাপারে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ২০১৬ সালে উপজেলার সোনাপুর গ্রামের আবদুল মান্নানের পুত্র জামাল হোসেনের সাথে কক্সবাজার জেলার পেকুয়া থানার মুক্তার আহমেদ এর মেয়ে নাছিমা বেগমের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে ১৭ মাসের একটি ছেলে সন্তান রয়েছে তার নাম নুর মোহাম্মদ।

স্বামী-স্ত্রী উভয় কক্সবাজারে থাকতো। কিন্তু সম্প্রতি স্বামী-স্ত্রী মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এ ঘটনা কে কেন্দ্র করে স্বামী জামাল হোসেন তার ১৭ মাস বয়সী ছেলে নুর মোহাম্মদ কে নিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জে নিজ বাড়িতে চলে আসে।

এ দিকে সন্তানের খোঁজে স্বামীর বাড়ি ঠিকানা না পেয়ে রামগঞ্জ থানা পুলিশের সহযোগীতা চান স্ত্রী। পরে থানার এস আই কাউসারুজ্জামানসহ পুলিশ জামালের বাড়ি থেকে আজ রোববার দুপুরে শিশু নুর মোহাম্মদ উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads