• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
দাবি মানায় আন্দোলন স্থগিত করলেন কর্মীরা

ছবি : সংগৃহীত

সারা দেশ

আমার বাড়ি আমার খামার প্রকল্প

দাবি মানায় আন্দোলন স্থগিত করলেন কর্মীরা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ জুলাই ২০১৯

আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকে আইন ও নিয়োগবিধি লঙ্ঘন করে বিদ্যমান জনবলকে উপেক্ষা করে নতুন নিয়োগ দেওয়াসহ ব্যাংকের চেয়ারম্যান ড. মিহির কান্তি মজুমদার এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্পের প্রকল্প পরিচালক আকবর হোসেনের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত প্রকল্প কর্মকর্তা ও কর্মচারীরা দাবি মেনে নেওয়ায় আগামী ৩১ জুলাই পর্যন্ত তাদের কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন।

গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা-কর্মচারী সমিতির মুখপাত্র ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সুলাইমান।

এ ছাড়া উপস্থিত থেকে বিভিন্ন প্রশ্নের জবাব দেন সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সদস্য জিন্নাত আরা তুলি, জাকিয়া নাসরিন শীলা, রবিন দত্ত, কামরুজ্জামান তাপস।

সোলায়মান বলেন, কর্মকর্তা ও কর্মচারীদের টানা ১২ দিনের আন্দোলনের মুখে শেষ পর্যন্ত কর্তৃপক্ষ পিছু হটেন এবং তাদের আট দফা দাবি শর্তহীনভাবে মেনে নেন। মঙ্গলবার সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন কুমার ভট্টাচার্যের উপস্থিতিতে ত্রিপক্ষীয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বিভাগের সচিব কামাল উদ্দিন আহমেদ, ব্যাংকের চেয়ারম্যান ড. মিহির কান্তি মজুমদার, প্রকল্পের প্রকল্প পরিচালক আকবর হোসেন এবং সমিতির মুখপাত্র মুহাম্মদ সোলায়মান ও সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

তিনি বলেন, সভায় সংগঠনের দাবিগুলোকে ন্যায্য হিসেবে উল্লেখ করে তা মেনে নেওয়ার ঘোষণা দেওয়া হয় এবং আগামীকাল (আজ বৃহস্পতিবার) ব্যাংকের বোর্ড সভায় উপস্থাপন করে তা কার্যকর করার ঘোষণা দেওয়া হয়। এ পরিপ্রেক্ষিতে সমিতির পক্ষ থেকে আগামী ৩১ জুলাই পর্যন্ত কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে কর্তৃপক্ষ সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো রকম গড়িমসি করলে আবারো কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন সমিতির মুখপাত্র সোলায়মান।

সংবাদ সম্মেলনে প্রকল্প ও ব্যাংকের পক্ষ থেকে নানা চাপ প্রয়োগ এবং আন্দোলনরত কর্মীদের ওপর সশস্ত্র হামলায় সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ ১০৭ জন আহত হওয়ার কথা জানানো হয় এবং এ ঘটনায় নিন্দা প্রকাশ করা হয়।

তাদের ন্যায্য দাবিগুলো আদায় হওয়ায় মুহাম্মদ সোলায়মান সরকারকে ধন্যবাদ জানান এবং আন্দোলনরত কর্মীদের নিজ নিজ কর্মস্থলে ফিরে গিয়ে কাজে যোগ দেওয়ারও আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads