• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
বন্যার পানি বাড়ায় মাদারগঞ্জের মহিষের পাল শেরপুরের পথে

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

বন্যার পানি বাড়ায় মাদারগঞ্জের মহিষের পাল শেরপুরের পথে

  • জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ জুলাই ২০১৯

বন্যার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গো খাদ্যের চরম সংকটে জামালপুরের মাদারগঞ্জের ঐতিহ্য মহিষের বাথান। গ্রামবাংলার এক অন্যরকম রূপ।চলতি বন্যার এসময়টায় গরু-মহিষের ওইসব বাথানে খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে।নানা সংকট ও সমস্যায় এই রেওয়াজি ঐতিহ্য এখনো ধরে রাখার চেষ্টা অব্যাহত রেখেছেন মাদারগঞ্জের বাসিন্দারা। কিন্তু নানা কারণে দুর্দশায় পড়েছে চিরচেনা এই ঐতিহ্য।

জানা গেছে, যমুনার চরে শুষ্ক মৌসুমের উৎকৃষ্ট সেবামূলক ব্যবসা এটি। পুঁজিহীন কায়িক পরিশ্রমের অনেকটাই লাভজনক এই ব্যবসার নামই বাথান। শুষ্ক মৌসুমে এই বাথান বা রাখালি ব্যবসার সুনাম কিংবা কদর রয়েছে গো-মহিষের মালিকদের কাছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, কয়েক হাজার দেশীয় জাতের গরু ও মহিষের আশ্রয় ও খাদ্য সংকটে থাকায় জীবনের তাগিদে কিছুদিনের জন্য পাশের জেলা শেরপুরে অতিথি হয়ে আশ্রয় নেব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads