• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
চকরিয়ায় ছড়া-খাল দখল করে নির্মিত অর্ধশত দোকান উচ্ছেদ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

চকরিয়ায় ছড়া-খাল দখল করে নির্মিত অর্ধশত দোকান উচ্ছেদ

  • চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ জুলাই ২০১৯

কক্সবাজারের চকরিয়ায় উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়ারছড়া স্টেশনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় অর্ধশত অবৈধ দোকান উচ্ছেদ করেছে।  আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) খোন্দকার ইখতিয়ার উদ্দিন আরাফাতের নেতৃত্বে একদল পুলিশ  এ অভিযানে অংশ নেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)  খোন্দকার ইখতিয়ার উদ্দিন আরাফাত বলেন, ছড়া-খাল দখল করে অবৈধভাবে দোকান নির্মাণ করে পানি চলাচলের পথ বন্ধ করে রাখে। এতে করে বন্যার সময় পুরো এলাকা পানিতে তলিয়ে যায়। 

এমন অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে প্রায় অর্ধশত দোকান ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, অবৈধ দখলকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads