• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
কুলাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীর চোখ উপড়ে দিয়েছে এক মাদকাসক্ত

আহত মো. রাব্বি

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কুলাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীর চোখ উপড়ে দিয়েছে এক মাদকাসক্ত

  • কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ জুলাই ২০১৯

কুলাউড়ায় মো. রাব্বি (৮) নামক এক শিশুর চোখ উপড়ে ফেলেছে মাদকাসক্ত আহাদ মিয়া ।

আজ বৃহস্পতিবার ১৮ জুলাই উপজেলার দক্ষিণ চাতলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। কুলাউড়া থানার এসআই আব্দুর রহিম জিবান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আহত রাব্বি রিকশাচালক মনসুর আলীর ছেলে এবং আলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র।

পুলিশ ও আহত রাব্বির পরিবারের লোকজন জানান, দক্ষিণ চাতলগাঁও গ্রামের শরফু মিয়ার ভাড়াটিয়া ঘরে রাব্বি ১২টার দিকে একা টিভি দেখছিল। এ সময় একই এলাকার বাসিন্দা মাদকাসক্ত আব্দুল আহাদ রাস্তা দিয়ে যাওয়ার সময় রাব্বিকে একা ঘরে দেখতে পেয়ে তার ওপর হামলা চালায়। এ সময় আহাদ বাঁশের টুকরো দিয়ে রাব্বিকে উপর্যুপরি ঘরের ভেতরে মারতে থাকে। রাব্বির চিৎকার শুনে আশেপাশের লোকজন এলে পালিয়ে যায় আহাদ।

গুরুতর আহত রাব্বিকে কুলাউড়া হাসপাতালে ভর্তি করলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

স্থানীয় লোকজন জানান, আহাদ দীর্ঘদিন ধরে হিরোইন, গাঁজা ও ফেনসিডিলে আসক্ত। মাদকের নেশায় জমিজমা বিক্রি করে বেশ কয়েক বছর ধরে পাগলের মতো দিনরাত রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। নেশার টাকা জোগাড় করতে সে বিভিন্ন সময় এলাকায় উৎপাত চালায়।

এসআই আব্দুর রহিম জিবান জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads