• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
প্রিপেইড মিটার বন্ধের দাবিতে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

প্রিপেইড মিটার বন্ধের দাবিতে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২১ জুলাই ২০১৯

মুন্সীগঞ্জ জেলায় পল্লী বিদ্যুৎ সমিতির স্থাপিত ১১ হাজার  প্রিপেইড মিটার সরিয়ে নেওয়া এবং নতুন করে এই মিটার স্থাপন না করার দাবিতে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

আজ রোববার দুপুরে মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ সমাবেশ করে এলাকাবাসী। সমাবেশ শেষে শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করা হয়্। পরে পুলিশের হস্তক্ষেপে সেখান থেকে সরে আসেন তারা। 

প্রিপেইড মিটার সরিয়ে নেওয়ার দাবিতে আন্দোলন করে আসছে এই সংগঠন।  চলতি মাসের ১০ তারিখে মিটার সরিয়ে না নিলে কঠোর আন্দোনের ডাক দিয়ে আল্টিমেটাম দিয়েছিলো তারা। তারই অংশ হিসেবে আজকের এই কর্মসূচি।

সচেতন নাগরিক ঐক্যের আহ্বায়ক ফরহাদ হোসেন আবির জানান, ব্যবহৃত রিডিংয়ের তুলনায় গ্রাহকদের অতিরিক্ত খরচ বহনকারী ভৌতিক এই প্রিপেইড মিটার বন্ধের জন্য তাদের আন্দোলন অব্যাহত থাকবে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads