• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
সান্তাহারে ছেলেধরা সন্দেহে পাগলকে গণপিটুনি

মানষিক ভারসাম্যহী আফজাল হোসেন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

সান্তাহারে ছেলেধরা সন্দেহে পাগলকে গণপিটুনি

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ২১ জুলাই ২০১৯

বগুড়ার আদমদীঘির সান্তাহারে মানষিক ভারসাম্যহীন আফজাল হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে ছেলেধরা সন্দেহে স্থানিয়রা গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। 

আজ রোববার সকাল ১০টায় পৌরশহরের লকুকলোনী এলাকায় ঘটনাটি ঘটে। এসময় পুলিশ উপস্থিতিতে সে প্রাণে বেঁচে যায়।

মানষিক ভারসাম্যহীন আফজাল হোসেন (৪২) বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

সাজাপুর গ্রামের মেম্বার শফিক উদ্দিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, আফজালের মাথায় গন্ডগোল রয়েছে। সে গত ১০ দিন আগে বাড়ী থেকে বেরিয়ে যায়।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিছুর রহমান জানান, ছেলেধরা সন্দেহে এক ব্যাক্তিকে স্থানিয়রা গণপিটুনি দিচ্ছে খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে ওই ব্যাক্তিকে উদ্ধার করে নিয়ে আসি। এরপর জিজ্ঞাসাবাদ শেষে তার এলাকায় খোঁজ নিয়ে জানা যায় সে একজন মানষিক ভারসাম্যহীন। তিনি আরো জানান, সন্দেহজনক কাউকে দেখলে গণপিটুনি না দিয়ে তাকে পুলিশে দেয়ার অনুরোধ রইলো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads