• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
প্রেমপত্র দিতে গিয়ে গণপিটুনির শিকার যুবক

প্রতীকী ছবি

সারা দেশ

প্রেমপত্র দিতে গিয়ে গণপিটুনির শিকার যুবক

  • কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ২২ জুলাই ২০১৯

বন্ধুর আব্দার মেটাতে গিয়ে গণপিটুনি শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন বসন্ত শব্দকর (২৪) নামের এক যুবক।  বন্ধুর প্রেমিকাকে মোবাইল ফোন ও প্রেমের চিঠি দিতে গিয়ে জনসাধারণের হাতে গণপিটুনির শিকার হন। এ সময় স্থানীয়রা তাকে 'ছেলেধরা' সন্দেহে গণপিটুনি দেয়।

রোববার রাত ৮টার দিকে মৌলভীবাজারের কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের পীরেরবাজার এলাকার খাতাইরপার গ্রামে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কমলগঞ্জ পৌরশহরের নরেন্দ্রপুর এলাকার হাবিব মিয়ার সঙ্গে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের খাতাইরপার গ্রামের এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই তরুণীর সাথে যোগাযোগ রাখার জন্য একটি মোবাইল ফোন ও চিঠি পৌঁছে দিতে হাবিব তার বন্ধু বসন্ত শব্দকরকে অনুরোধ করে। বন্ধুর প্রেমে সহায়তা করার জন্য রোববার রাতে  হাবিবের দেওয়া মোবাইল ফোন ও  চিঠি নিয়ে ওই তরুণীকে দিতে যায়।

এ সময় স্থানীয় লোকজন বসন্ত শব্দকরকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেয়। স্থানীয় পীরেরবাজার এলাকার কয়েকজন ব্যবসায়ী ও এলাকাবাসী উত্তেজিত জনতার হাত থেকে তাকে রক্ষা করেন ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বসন্তকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে মোবাইল ও চিঠি দিতে আসার ঘটনা।

কুলাউড়া থানার এস আই কানাই লাল চক্রবর্তী জানান, জিজ্ঞাসাবাদে বসন্ত তার বন্ধুর প্রেমিকাকে দেয়া মোবাইল ফোন ও চিঠি  দিতে এসেছিলেন। এসময় ছেলেধরা সন্দেহে স্থানীয়রা তাকে মারধর করে। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসি।

উল্লেখ্য, পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে এমন গুজব ছড়িয়ে পড়ার পর দেশে হঠাৎ করে ছেলেধরা আতঙ্ক বেড়ে গেছে। ছেলেধরা আতঙ্কে গণপিটুনিরও হিড়িক পড়েছে। শনিবার রাতেই মৌলভীবাজারের কমলগঞ্জে ছেলেধরা সন্দেহে একজন পিটিয়ে হত্যা করেছে জনতা। এমন গণপিটুনিকে ফৌজধারী অপরাধ আখ্যা করে আইন নিজের হাতে তুলে না নিতে আহ্বান জানিয়েছে পুলিশ। এমনকি কারো গতিবিধি সন্দেহজনক মনে হলে তা পুলিশকে জানাতেও বলা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads