• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত মতলবের জিয়াউর রহমান

প্রতীকী ছবি

সারা দেশ

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত মতলবের জিয়াউর রহমান

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ জুলাই ২০১৯

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দারিন্দা রসুলপুর গ্রামের জিয়াউর রহমান দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে বেশ কয়েকজন সন্ত্রাসী তাকে করে তিনটি গুলি ছোড়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, ১২ বছর ধরে জিয়াউর রহমান দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছে। দেশে আসার পর এক মাস আগে সে দক্ষিণ আফ্রিকায় যায়। ঘটনার দিন রাত ১০টায় স্ত্রী তানজিনার সঙ্গে মোবাইলে কথাও বলেন তিনি। তার একটি ১৮ মাস বয়সী কন্যা সন্তান রয়েছে।

স্ত্রী তানজিনা জানায়, আমার স্বামীর কোনো শত্রু নেই। তিনি পার্টনারে ওই দেশে ব্যবসা করেন। সন্ত্রাসীরা কোনো কিছু না বলে দোকানে এসে তাকে গুলি করে। আমার স্বামীর লাশ বাংলাদেশে আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সবার সহযোগিতা কামনা করছি। আমি ও আমার মেয়ে তাকে শেষবারের মতো দেখতে চাই।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads