• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ছেলেধরা গুজব প্রতিরোধে মাধবদী থানা পুলিশের মাইকিং

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ছেলেধরা গুজব প্রতিরোধে মাধবদী থানা পুলিশের মাইকিং

  • মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ জুলাই ২০১৯

‘মাথাকাটা’ আর ‘ছেলেধরা’ গুজবে সারাদেশে আতংক বিরাজ করছে। একের পর এক ঘটছে গণপিটুনির ঘটনা। সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় গণপিটুনির শিকার হয়ে নিহত হয়েছে কয়েকজন নিরীহ ব্যক্তি।

এতে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন।

পুলিশের ঊধ্বতন কর্মকর্তা এক বার্তায় বলেন ফেসবুক, টুইটার, ইউটিউব এবং মোবাইল ফোনের মাধ্যমে ছেলেধরা-সংক্রান্ত বিভ্রান্তিমূলক পোস্টে মন্তব্য বা গুজব ছড়ানোর পোস্টে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।

বার্তাটি পাওয়ার পর থেকেই মধাবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু তাহের দেওয়ান মাধবদী থানা পুলিশের পক্ষ থেকে মাইকিং এর ব্যবস্থা করে।

এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, স্কুলে অভিভাবক ও গভর্নিং বডির সদস্যদের সঙ্গে মতবিনিময়, ছুটির পর অভিভাবকরা যাতে শিক্ষার্থীকে নিয়ে যায় সে বিষয় নিশ্চিত করার জন্য স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সভা করছে।

প্রতিটি স্কুলের ক্যাম্পাসের সামনে ও বাইরে সিসিটিভি ক্যামেরা স্থাপন, নজরদারি বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads