• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
সিরাজগঞ্জে ছেলেধরা সন্দেহে যুবককে গণধোলাই

ছেলেধরা সন্দেহে গণধোলাই খেয়ে হাসপাতালে যুবক আলম (৩৫)

ছবি : বাংলাদেলের খবর

সারা দেশ

সিরাজগঞ্জে ছেলেধরা সন্দেহে যুবককে গণধোলাই

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ জুলাই ২০১৯

সিরাজগঞ্জে ছেলেধরা সন্দেহে আলম (৩৫) নামে এক যুবককে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

আজ মঙ্গলবার ভোরে সদর উপজেলার পাইকপাড়া দারুল কোরআন কওমী মাদরাসা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আলম পৌর এলাকার গয়লা বটতলা মহল্লার আব্দুর রহিমের ছেলে।

উপ-পরিদর্শক এম হাসান মাহমুদ জুয়েল জানান, মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টার দিকে আলম নামে ওই যুবক মাদ্রাসার জানালা দিয়ে ঢোকার চেষ্টা করছিল। এসময় শিক্ষার্থীরা হঠাৎ তাকে দেখে ভয় পেয়ে চিৎকার শুরু করে। পরে গ্রামবাসী ও সকল ছাত্ররা এসে ওই যুবককে ছেলে ধরা সন্দেহে আটক করে গণধোলাই দেয়। এ অবস্থায় মাদ্রাসার অধ্যক্ষ থানায় খবর দেন। এরপর আহত যুবক আলমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার অধ্যক্ষ হাফিজুর রহমান, পাইকপাড়া গ্রামের আয়নাল হক, মোকলেছুর রহমান ও আব্দুল আওয়াল নামে চারজনকে থানায় নিয়ে আসা হয়েছে।

উপ-পরিদর্শক আরো বলেন, আলমের গ্রামে খোঁজ নিয়ে জানা গেছে সে আসলে একটা ছিঁচকে চোর ও মাদকাসক্ত।

পুলিশ তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads