• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
চরম বেহাল অবস্থায় শ্রীপুরের ২ কিলোমিটার সড়ক

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

চরম বেহাল অবস্থায় শ্রীপুরের ২ কিলোমিটার সড়ক

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ জুলাই ২০১৯

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওর্য়াডে রয়েছে ছোট বড় শতাধিক শিল্প কারখানা। হাজার হাজার শ্রমিকের বসবাস করেন এ এলাকায়। তাই এ এলাকায় মানুষের চলাচলও বেশি। তবে এ ওয়ার্ডের বেশ কয়েকটি সড়ক বেহাল অবস্থায় পড়ে রয়েছে। নেই কোনো সংস্কার। দীর্ঘদিন ধরেই ভোগান্তিতে পড়েছে প্রতিদিন চলাচলকারী কারখানা শ্রমিকসহ সাধারণ মানুষ। এ দিকে বৈরাগীর চালা মোড় থেকে আনসার রোড পর্যন্ত দুই কিলোমিটার সড়ক ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে আছে অনেক দিন ধরেই।

স্থানীয়রা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে মাস্টারবাড়ি শ্রীপুর আঞ্চলিক সড়ক হয়ে আসলেই বৈরাগির চালা মোড় পড়বে। এ মোড় থেকে উত্তর দিকে চলে গেছে আনসার সড়কে সংযোগ সড়ক। পৌরসভার ভেতরের এ সড়কের বেহাল দশার চিত্র এখন সবার জানা। এ সংযোগ সড়কের দুই কিলোমিটার প্রায় পুরোটাই চরম বেহাল অবস্থায় পড়ে আছে অযতœ অবহেলায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়ক জুড়েই বিশাল বড় বড় গর্ত। সেখানে পানি কাঁদা জমে আছে। সড়কটি লাগোয়া বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলতে গেলে তারা এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। সড়কটিতে বর্তমানে যানবাহন চলাচল একদমই বন্ধ। সড়কটিতে এক দশক আগে ইট সুলিং করা হয়। কিন্তু কয়েক বছর পর সেই ইট মাটির সাথে মিশে যায়। এর পর থেকে সেখানে বিভিন্ন সময় ছোটখাট সংস্কার করা হলেও দুর্ভোগ কমেনি।

সেদিন এক মোটরসাইকেল আরোহী আবদুল খালেক জানান, অনেকটা না বুঝেই এ সড়কে চলে আসছি। এসে বিপদে পড়লাম। কাঁদার মধ্যে আটকে গেছে মোটরসাইকেল। টেনে তুলতে অন্যের সাহায্য লাগবে। এমন বেহাল রাস্তা এ অঞ্চলে বেমানান। 

বৈরাগির চালা মোড়ের ব্যবসায়ী টুটুল আহম্মেদ জানান, এ সড়কে পায়ে হেঁটে যাওয়াও বিপদজনক। এ পথে চলাচল করতে গিয়ে অনেক পথচারি পড়ে কাঁদা পানিতে লুটুপুটি খেয়েছে। প্রতিদিরই কোনো না কোনো  শিক্ষার্থী পিছলে পড়ে জামাকাপড় নষ্ট করে বাড়ি ফিরে যায়। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই সড়কটিতে সংস্কারের উদ্যোগ নেই।  

বৈরাগিরচালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাজিব হোসেন বলে,  এ সড়কটি চরম ভেঙে চুরে পড়ে আছে। স্কুলে আসতে প্রায় অনেকের জামাকাপড় নষ্ট হয়। ক্লাশ না করেই বাড়িতে চলে যায়।  এমন দুর্দশা আমাদের নিত্যদিনের। বৃষ্টি পড়লে এই দুর্দশা বেড়ে যায় শতগুণ।

শ্রীপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান মন্ডল বলেন, গত মাসেই এই সড়কটির টেন্ডার হয়েছে। আশাকরি, কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে।

তিনি বলেন, সড়কটির বেহাল দশা অনেক দিন ধরেই। তবে প্রতি বছরই আমরা এটা ক্ষুদ্র সংস্কার করে চলাচলের উপযোগী করি।এ বছর টেন্ডার হওয়ায় তা আর করা হয়নি। খুব দ্রুত কাজটি করা হবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads