• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
লালমনিরহাটে প্রায় দেড়মণ গাজা উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

লালমনিরহাটে প্রায় দেড়মণ গাজা উদ্ধার

  • লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ জুলাই ২০১৯

লালমনিরহাট বিজিব’র আওতাধীন কুড়িগ্রাম জেলাস্থ ফুলবাড়ী থানাধীন বালারহাট বিওপি ক্যাস্পের সীমান্ত পিলার ৯৩৩/৬-এস এর নিকট গজেরকুটি এলাকা থেকে ৫২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে লালমনিরহাট ১৫ বিজিবি। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে। এসময় মাদক চোরাকারবারীদের লক্ষ্য করে ১ রাউন্ড গুলি ছোড়ে বিজিবি।

ওই ক্যাম্পের টহল কমান্ডার নাঃ সুবেঃ মোঃ মইনুল আহসান বাংলাদেশের খবরকে জানান, রাতে ৮থেকে ৯ জন মাদক চোরকারবারী মলামাল নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিল। তখন বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা মালামাল নিয়ে ভারতের দিকে চলে যাওয়ার চেষ্টা করে। এ সময় টহলদল তাদের লক্ষ্য করে গুলি করে। তবে ফায়ারে কোন ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা রাতের অন্ধকারে বুঝা যায়নি এবং চোরাকারবারীগন সকলেই ভারতের দিকে চলে গেছে বলে জানা গেছে।

পরে ঘটনাস্থল হতে বিজিবি টহল দল ৫২ কেজি ওজনের ১৫টি প্যাকেট ভারতীয় গাঁজা উদ্ধার করে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ১৫ বিজিবি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads