• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ডেঙ্গু রোগী বাড়ছে কুমিল্লায়

ছবি : সংগৃহীত

সারা দেশ

ডেঙ্গু রোগী বাড়ছে কুমিল্লায়

  • কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ জুলাই ২০১৯

কুমিল্লার হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। এ সংখ্যা আজ পর্যন্ত ৩০ জনে পৌঁছেছে। ঢাকা থেকে জ্বর নিয়ে আসা এ সকল রোগী কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালেই চিকিৎসাধীন আছেন ১৭ জন। চলতি মাসের ২২ তারিখ থেকে কুমিল্লায় আসা এ সব রোগীর মধ্যে ১৩ জন অনেকটা সুস্থ হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা চলে গেছেন বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান।

ইতোমধ্যে কুমিল্লা নগরীর বিভিন্ন স্থান থেকে সংগৃহীত আলামত পরীক্ষা-নিরীক্ষা করে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। ডেঙ্গু আক্রান্ত কাউকে এডিস মশায় কামড়ালে এবং ওই মশাটিই যদি আবার অন্য কাউকে কামড়ায় তবে তার শরীরেও ডেঙ্গুর জীবানু ছড়িয়ে পড়বে। এতে করে বাড়বে আক্রান্তের সংখ্যাও। তাই চিকিৎসকরা বলছেন ডেঙ্গু ঝুঁকিমুক্ত নয় কুমিল্লা।

কুমিল্লার সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান বলেন, কুমিল্লার বাইরে থেকে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসার জন্য এসেছেন। তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সদর হাসপাতালে জ্বর নিয়ে আসা একজন রোগী চিকিৎসাধীন আছেন, সে ডেঙ্গু আক্রান্ত কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। এ ছাড়াও হোমনা উপজেলার একজন ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে কুমিল্লায় ফিরেছেন। তিনি জন্ডিসেও আক্রান্ত হওয়ায় তাকে পুনরায় ঢাকায় প্রেরণ করা হয়। তবে কুমিল্লা মেডিকেলে যে ১৭ জন ভর্তি আছেন। এদের মধ্যে পুরুষ ১০ জন, মহিলা ৬ জন এবং শিশু ১ জন। তাদের অবস্থা তেমন গুরুতর কিছু নয়, তারা অনেকটা স্বাভাবিক পর্যায়েই আছেন।

ডেঙ্গুর ভয়বহতার বিষয়ে জেলা স্বাস্থ্য বিভাগ সতর্ক আছে উল্লেখ করে সিভিল সার্জন বলেন, আমরা চারদিকে খোঁজ খবর নিচ্ছি। প্রচার-প্রচারণার পাশাপাশি নগরবাসীকে সচেতন করার চেষ্টাও চলছে। ডেঙ্গু আক্রান্ত হলে বেসরকারি ক্লিনিকে না গিয়ে সরকারি হাসপাতাল অথবা স্বাস্থ্য ক্লিনিকে যাওয়ার পরামর্শ দেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads