• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
হাজীগঞ্জে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

চাঁদপুরের হাজীগঞ্জে ফলদ ও বৃক্ষ মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

হাজীগঞ্জে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ জুলাই ২০১৯

“পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্ঠি সম্মত খাবার” প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে চাঁদপুরের হাজীগঞ্জে জাতীয় ফলদ বৃক্ষ মেলা উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা চত্ত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক পদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে এসে র‌্যালিটি শেষ হয়। পরে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দীন।

র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জিয়াউল ইসলাম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি আকতার মিলি, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মনি সূত্রধর প্রমূখ। মেলা উদ্বোধন শেষে স্টলগুলো ঘুরে দেখেন অতিথিবৃন্দ। মেলায় মোট ১৮টি স্টল ফলদ বৃক্ষ নিয়ে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads