• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
দরিদ্র ও বঞ্চিত জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার: স্পীকার

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

দরিদ্র ও বঞ্চিত জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার: স্পীকার

  • পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ জুলাই ২০১৯

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দরিদ্র ও বঞ্চিত জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে।

আজ মঙ্গলবার স্পিকারের নিজ নির্বাচনী এলাকা ২৪ রংপুর-৬ (পীরগঞ্জ) এর শাহ আব্দুর রউফ কলেজ প্রাঙ্গণে ১৫টি ইউনিয়নের ১ হাজার ৫০০ জন দুঃস্থ নারীদের মাঝে শাড়ী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্পীকার বলেন, গত ঈদে সব ইউনিয়নে চার হাজার শাড়ি দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। দুঃস্থদের সেবায় সবসময় তিনি জনগণের পাশে আছেন এবং থাকবেন। গত নির্বাচনে বিপুল ভোটে পীরগঞ্জ আসন থেকে তাকে নির্বাচিত করায় সব স্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

স্পীকার বলেন, ডেঙ্গু জ্বরে পীরগঞ্জে এখন পর্যন্ত কেউ আক্রান্ত হয়নি। সর্বোচ্চ সতকর্তা ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনসহ দলীয় নেতাকর্মীদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।

এ সময় তিনি পীরগঞ্জে নীলদরিয়া পর্যটন কেন্দ্র নির্মাণ প্রকল্প, হাজী রয়েন উদ্দিন স্কুলের পশ্চিম গেট হতে পীরগঞ্জ কারিগরি কলেজ পর্যন্ত সড়ক আরসিসিকরণ, পীরগঞ্জ পৌরসভার ০৬নং ওয়ার্ড হতে ডাকবাংলো পর্যন্ত রাস্তা আরসিসিকরণসহ মোট ২১টি প্রকল্পের ফলক উন্মোচন করেন। এতে ব্যয় প্রায় ৮ কোটি টাকা।

উপজেলা নির্বাহী অফিসার টি এ মমিন এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, পৌর মেয়র আবু সালেহ মো. তাজিমুল ইসলাম শামীম,  উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুর রহমান রাঙ্গা. উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা আলম রীনা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads