• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
গোয়ালন্দে সাপের কামড়ে ছাত্রের মৃত্যু

সাপের কামড়ে নিহত ছাত্র বাঁধন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

গোয়ালন্দে সাপের কামড়ে ছাত্রের মৃত্যু

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ আগস্ট ২০১৯

রাজবাড়ীর গোয়ালন্দে সাপের কামড়ে বাঁধন নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে নিজের ঘরে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কামড় দেয়। পরে গতকাল শুক্রবার তার মৃত্যু হয়।

সে গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর আন্ধার মানিক গ্রামের রতন হলদারের ছেলে ও বরাট ভাকলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্র।

জানা গেছে, প্রতিদিনের মত বৃহস্পতিবার রাতে বাঁধন নিজেদের বসত ঘরে ঘুমিয়ে ছিলো। রাত ২ টার দিকে ঘুমন্ত অবস্থায় তাকে বিষধর সাপে কামড় দেয়। প্রথমে তাকে বিভিন্ন উঝা-কবিরাজ দিয়ে দীর্ঘ সময় ধরে ঝাড়-ফুক করানো হয়। কিন্তু অবস্থার কোন উন্নতি না হয়ে ক্রমেই খারাপ হতে থাকলে শুক্রবার সকালের দিকে তাকে গোয়ালন্দ হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নেয় স্বজনরা। কিন্তু হাসপাতালে পৌছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কুসংস্কারের বশবতি হয়ে ওঝাদের কাছে না গিয়ে শুরুতেই শিশুটিকে হাসপাতালে নেয়া হলে তার হয়তো এ অকাল মৃত্যু হতো না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads