• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
পূর্বধলায় ৩টি শ্রেণি কক্ষে চলছে ৩৫৬ শিক্ষার্থীর পাঠদান

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

পূর্বধলায় ৩টি শ্রেণি কক্ষে চলছে ৩৫৬ শিক্ষার্থীর পাঠদান

  • সাদ্দাম হোসেন, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ আগস্ট ২০১৯

নেত্রকোণার পূর্বধলা সদর উপজেলার শিক্ষার প্রাণ কেন্দ্রে উত্তর পূর্বধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে শ্রেণিকক্ষের তীব্র সংকটে বিদ্যালয়ের পাঠদান চরমভাবে বিঘ্নিত হচ্ছে। মাত্র ৩টি শ্রেণি কক্ষে চলছে ৩৫৬ জন শিক্ষার্থীর পাঠদান। চরম হুমকিতে পড়েছে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা। বিদ্যালয়টির সার্বিক সমস্যা সমাধানে এলাকাবাসী ও শিক্ষানুরাগীরা কর্তৃপক্ষের কাছে জোর দাবী করেছেন।

বিদ্যালয় থেকে জানা যায়, বিদ্যালয়টির ফলাফল, শ্রেণিপাঠদান ও সহশিক্ষা কার্যক্রম বিবেচনায় উপজেলার অন্যতম বিদ্যালয় এটি। কিন্তু দুই শিফটে পরিচালিত এই বিদ্যালয়ে প্রতি শিফটে ৩টি করে ক্লাস চলে।

সরেজমিনে বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের সহকারি শিক্ষক আল্পনা আক্তার একই বেঞ্চে অতিরিক্ত ছাত্র-ছাত্রীর বসিয়ে ক্লাস নিচ্ছেন। তিনি বলেন, কক্ষ সংকটের কারণে এর চেয়ে ভাল কিছু আর পারছিনা। প্রতিদিন এভাবেই ক্লাস নিতে হচ্ছে।

প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক (বাবুল) জানান, বিদ্যালয়ে মাত্র ৩টি ক্লাস রুমে চলে পাঠদান। বর্তমানে এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা ৩৫৬ জন। শিশু শ্রেণিতে ৩৩ জন, ১ম শ্রেণিতে ৭২ জন, ২য় শ্রেণিতে ৭৯ জন, ৩য় শ্রেণিতে ৫৯ জন, ৪র্থ শ্রেণিতে ৪৮ জন এবং ৫ম শ্রেণিতে ৬৫ জন। তার মধ্যে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। বিদ্যালয়ের বাউন্ডারি দেওয়াল নেই। পাশেই মূল সড়কের চার রাস্তার মোড় থাকায় যেকোন সময় ঘটতে পারে দূর্ঘটনা।

তিনি আরো জানান, বিদ্যালয়ের যে পরিমাণ জায়গা রয়েছে তার মধ্যে একটি ভৌত অবকাঠামো গড়ে তোলা সম্ভব। ৪ তলা বিশিষ্ট ভবন নির্মাণ হলে শ্রেণি কক্ষ সংকট দূর হবে।

অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ জানান, ভৌত অবকাঠামোগত সমস্যা দিন দিন প্রকট হচ্ছে। দেখার কেউ নেই প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। বিধি মোতাবেক কাজ হবে হবে বলে আমাদের আশ্বস্ত করে যাচ্ছেন।

বিদ্যালয়ের স্থানীয় হিতাকাঙ্খাক্ষী কয়েকজন জানান, এই উন্নত শিক্ষা ও প্রযুক্তির যুগেও কর্তৃপক্ষের নিদারুন উপেক্ষা ও অবহেলার কারণে এই বিদ্যালয়টির দিকে সরকারের ঊর্ধ্বতন মহলের আশু দৃষ্টি দেয়া প্রয়োজন।

উপজেলা সহকারি শিক্ষা অফিসার শাহীন মিয়া জানান, এই বিদ্যালয়ের জায়গার স্বল্পতা রয়েছে। দুই তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads