• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
সখীপুরে গরুর নিষিদ্ধ খাদ্য বিক্রির দায়ে দোকানিকে জরিমানা

সংগৃহীত ছবি

সারা দেশ

সখীপুরে গরুর নিষিদ্ধ খাদ্য বিক্রির দায়ে দোকানিকে জরিমানা

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ আগস্ট ২০১৯

টাঙ্গাইলের সখীপুরে গরু মোটাতাজাকরণের নিষিদ্ধ খাদ্য বিক্রির দায়ে নজরুল ইসলাম নামের এক দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।

শিল্প প্রতিষ্ঠানের তূলার উচ্ছিষ্ট অংশ গরুর খাদ্য হিসেবে বিক্রি করার অপরাধে ওই দোকানিকে জরিমানা করা হয়।

রোজা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী  নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ক্যাপ্টেন মোড় এলাকায় এ নিষিদ্ধ গো-খাদ্যের ব্যবসা করে আসছেন।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আবদুল জলিল বলেন, গত মঙ্গলবার উপজেলার কচুয়া গ্রামের একটি খামারে গরু কিনতে গিয়ে গরুর শরীর মোটা ও পেট ফোলা দেখতে পাই। গরুকে কী খাওয়ানো হয় এমন প্রশ্ন করলে খামারি নজরুলের দোকান থেকে তূলা কিনে তা খাওয়ানোর কথা স্বীকার করেন।

ওই চিকিৎসা কর্মকর্তা আরও বলেন, শিল্প প্রতিষ্ঠানের উচ্ছিষ্ট ওই তূলা গরুকে খাওয়ানো হলে গরুর কলিজা নষ্ট হয়ে পেট ফুলে আস্তে আস্তে মৃত্যুমুখে পতিত হবে।

 উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা নিষিদ্ধ গোখাদ্য বিক্রির দায়ে দোকানিকে জরিমানা করার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads