• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
কালিয়াকৈরে জমে উঠেছে গরুর হাট

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কালিয়াকৈরে জমে উঠেছে গরুর হাট

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ আগস্ট ২০১৯

কোরবানির ঈদকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর মৌচাকে জমে উঠেছে গরু-ছাগলের হাট। হাটে বিভিন্ন জাতের দেশি-বিদেশি গরুর পাশাপাশি মহিষ, ছাগল, ভেড়ার বিক্রি ও বেড়েছে। হাটে বৈদ্যুতিক ফ্ল্যাড লাইটের ব্যবস্থা থাকায় ক্রেতা বিক্রেতা উভয়ই খুশি। বিভিন্ন জেলা থেকে গরু ক্রেতা গরু কিনে নিয়ে যাচ্ছেন।

মন্ডল পাড়া থেকে গরু কিনতে আসা আয়ুব মন্ডল জানান হাটে প্রচুর গরু, ঈদের শেষ সময়ে গরুর দাম একটু বেশী তবে অন্যান্য বছরে তুলনায় একটু কম।

হাট ব্যবসায়ী সাধারন সম্পাদক মোঃ মাসুদ আলম জানান, দ‍ূর-দূরান্ত থেকে আসা গরু ব্যবসায়ীরা গরু কিনে পরের দিন অন্যএ নিয়ে যেতে পারেন, গরু ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ ছাড়া উপজেলা প্রাণিসম্পদের পক্ষ থেকে হাটে মেডিকেল টিম স্থাপন করে গরুর চিকিৎসা ও রোগ শনাক্তের কাজ করছে।

কালিয়াকৈর থানার মৌচাক ফাড়ির উপ-পরিদর্শক মোঃ সহিদুল ইসলাম জানান, হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য গ্রাম পুলিশের পাশাপাশি থানা পুলিশ নিয়োজিত রয়েছে। পুরো হাটে ফ্ল্যাড লাইটের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads