• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
নোয়াখালীতে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

ফাইল ছবি

সারা দেশ

নোয়াখালীতে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

  • নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত ১১ আগস্ট ২০১৯

নোয়াখালীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে আমির হোসেন (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে তিনি মারা যান।

আমির হোসেন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়া ইউনিয়নের বাসিন্দা।

হাসপাতাল সূত্রে জানা যায়, আমির হোসেন রাজধানী ঢাকা থাকা অবস্থায় গত ৭দিন থেকে জ্বরে ভূগছিলেন। গতকাল শনিবার তিনি ঢাকা থেকে জ্বর নিয়ে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে বিকালে গ্রামের বাড়ীতে আসেন। বাড়ীতে আসার পর আরো অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে রাত ১টায় সময় নোয়াখালী ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে  চিকিৎসাধীন অবস্থায় ভোর ৬টায় তিনি মারা যান।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, আমির হোসেন জ্বর নিয়ে রাত ১ টায় হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ ভোর ৬ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরো জানান, ডেঙ্গু পরীক্ষার জন্য রক্ত নেয়া হয়েছিল। রিপোর্টে ডেঙ্গু পজিটিভ পাওয়া গেছে।

উল্লেখ্য, গত ২ আগষ্ট ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে প্রাইম হাসপাতালে মোশারেফ হোসেন (৩০) নামে এক যুবক মারা যায়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads