• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
সখীপুরে জাতীয় শোক দিবস পালিত

প্রতীকী ছবি

সারা দেশ

সখীপুরে জাতীয় শোক দিবস পালিত

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ আগস্ট ২০১৯

যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের সখীপুরে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শোক র‌্যালি, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, রক্তদান কর্মসূচি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সকালে পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জাতির জনকের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে শোক র‌্যালি বের হয়।

র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা হলরুমে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আমিনুৃর রহমানের সভাপতিত্বে পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা, ওসি আমির হোসেন, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার, কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল জলিল প্রমুখ বক্তব্য দেন।

অন্যদিকে দিবসটি পালন উপলক্ষে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। এছাড়া গণভোজের আয়োজনও ছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads