• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
হাকিমপুরে আমার বাড়ি আমার খামার প্রকল্প বাস্তবায়নে উঠান বৈঠক

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

হাকিমপুরে আমার বাড়ি আমার খামার প্রকল্প বাস্তবায়নে উঠান বৈঠক

  • হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২১ আগস্ট ২০১৯

দিনাজপুর হাকিমপুর পাউশগাড়া গ্রামে 'আমার বাড়ি আমার খামার' প্রকল্পে বাস্তায়নে উঠান বৈঠন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রসাশক মাহমুদুল আলম।

উঠান বৈঠকে বক্তব্যে জেলা প্রশাসক উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, আপনারা কি জানেন, আমার বাড়ি আমার খামার প্রকল্প কে করেছেন? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের গ্রামের প্রতিটি এলাকায় সমিতির মাধ্যমে দরিদ্র মানুষকে ছোট ছোট ঋণের মাধ্যমে সঠিক পথে কাজে লাগিয়ে নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার জন্য। অল্প সুদে দেওয়া এই টাকা সঠিক সময়ে পরিশোধ করে ফের বেশি টাকা ঋণ নিতে পারবেন।

জেলা প্রশাসক কয়েকজনকে এই প্রকল্প থেকে উপকৃত হয়েছেন কি না জিজ্ঞাসা করলে তারা জানান, আমরা উপকার পেয়েছি।

তিনি বলেন, হাকিমপুরে উপজেলা ১০০ ছেলে মেয়েকে প্রশিক্ষণের মাধ্যমে বিদেশ পাঠানো হবে।

এ সময় হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন-উর- রশিদ হারুন, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্ত আব্দুর রাফিউল আলম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads