• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
জনতা ব্যাংকের চেয়ারম্যান চেয়ারম্যান ড. জামালউদ্দিন আহমেদ

ফাইল ছবি

সারা দেশ

জনতা ব্যাংকের চেয়ারম্যান চেয়ারম্যান ড. জামালউদ্দিন আহমেদ

  • সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ২১ আগস্ট ২০১৯

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামের কৃতি সন্তান ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অর্থনীতিবিদ ড. জামালউদ্দিন আহমেদ এফসিএ আগামী তিন বছরের জন্য রাষ্ট্রায়ত্ত্ব জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেয়েছেন । মঙ্গলবার (২০ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ আবদুল আওয়ালের সই করা চিঠিতে তাকে ওই নিয়োগ দেয়া হয়। চিঠিতে বলা হয়েছে, জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে ড. জামালউদ্দিন আহমেদ এফ.সি.এ.কে আগামী তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।

উল্লেখ্য, জামালউদ্দিন আহমেদ এফ.সি.এ বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ চিঠির পর তিনি সেই পরিচালনা পর্ষদের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন। আগামী দুয়েকদিনের মধ্যে ব্যাংকটির চেয়ারম্যান হিসাবে ড.জামালউদ্দিন আহমেদ এফ.সি.এ যোগদান করবেন বলে জানা গেছে।

ড. জামাল উদ্দিন আহমেদ এফ.সি.এ’র বাড়ির সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুল ইউনিয়নের শায়েস্তানগর গ্রামে। তিনি ওই গ্রামের ছমদ আলী মিয়ার বাড়ির মৃত মোকছেদুর রহমানের ছেলে। তারা ৯ ভাই  ১ বোনের মধ্যে ড. জামালউদ্দিন আহমেদ ৭ম। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে। ড.জামাল উদ্দিন আহমেদ এফ.সি.এ জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পাওয়ার খবর সেনবাগে পৌঁছালে সেনবাগে তার অনুসারী সমর্থকরা মিষ্টি বিতরণ করেছেন।

এরআগে ড. জামালউদ্দিন আহমেদ এফসিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর সাবেক প্রেসিডেন্ট,  পাওয়ারগ্রিড কোম্পানি অব বাংলাদেশ, অ্যাসেনশিয়াল ড্রাগস লিমিটেড ও গ্রামীণফোন লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ঢাকা ওয়াসায় পরিচালক এবং ক্রেডিট রেটিং কোম্পানি এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের চেয়ারম্যান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads