• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
সিরাজগঞ্জে ডেঙ্গু রোগী সংখ্যা বেড়ে ৫০৪ জন

২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের ওয়ার্ড থেকে তোলা

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

সিরাজগঞ্জে ডেঙ্গু রোগী সংখ্যা বেড়ে ৫০৪ জন

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ আগস্ট ২০১৯

সিরাজগঞ্জে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৫০০ অতিক্রম করেছে। গত ২৪ ঘন্টায় আরও ১৪ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এই নিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫০৪ জনে। এদের মধ্যে ৪৪৪ জন সুস্থ্য হয়ে হাসপাতালের ছাড়পত্র নিয়ে বাড়ি চলে গেছে।

আজ শুক্রবার বিকালে সিরাজগঞ্জ সিভিল সার্জন জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এ পর্যন্ত নতুন ১৪ জন রোগীসহ জেলার বিভিন্ন সরকারী বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে ৬০ জন। ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনাবেল হাসপাতালে নতুন ৮ জন রোগীসহ চিকিৎসাধীর রয়েছে ৩৮ জন।

২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ফরিদুল ইসলাম জানান, নতুন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। হাসপাতালের বেড সংকুলান না হওয়ায় অনেক ডেঙ্গু রোগীকে মেঝেতে বিছানা করে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলে তিনি জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads